Md Sk Abdur Rahim

Md Sk Abdur Rahim

  • Latest
  • Popular
  • Video
#শায়রি #sad_shayari  White দুঃখের দিনগুলো আসে যেমন কালো মেঘ,
তুমি ভেঙে পড়না, থেকো দৃঢ়, থেকো ত্যাগের বেগ।
এ রাতের অন্ধকারে হারিয়ে গেলে মন,
স্মরণ কর সেই সূর্যের আলো, যা আসবে পরক্ষণ।

দুঃখ তো আসবে যাবে, এ জীবনেরই ধারা,
তুমি দাঁড়াও শক্ত পায়ে, হয়ে ওঠো সাহসী তারা।
এই দুঃখের বেলা হবে একদিন শেষ,
তুমি শুধু চুপ থেকো না, করো সৃষ্টিকর্তার উপদেশ।

একদিন এ মেঘ কাটবে, উঠবে আলো ঝলমল,
তখন তুমি হাসবে, ভুলে যাবে সব ভোলভোল।
তাই বলছি ভাই, ভেঙে পড়োনা, থেকো সবল,
এই দুঃখের পথেই তো, খুঁজে পাবে শান্তির কল।

©Md Sk Abdur Rahim

#sad_shayari বাংলা শায়রি শায়রি মনোভাব শায়রি ভালোবাসি

180 View

White জীবনের পথে আজ বড়ো একা আমি, চারপাশে নেই কেউ, নেই কোনো থামি। অভাবের অন্ধকারে ডুবে গেছে দিন, মনে হয় এই বুঝি শেষ হলো সব সুর, বিন। তবু আশা রয়, হৃদয়ে জ্বলে আলো, যদিও পথ কঠিন, পায়ে পড়ে শিকল কালো। একদিন আসবে সোনালী প্রভাত, আশার ডানায় ভর করে উড়বো, এই জীবনের শত চড়াই-উৎরাই পার করে। সৃষ্টিকর্তা রয়, রয় মায়ের দোয়া, এই কঠিন সময়ও কাটবে এক সময়, সৃষ্টির নিয়মে হাসবে মুখ আমার, যদিও আজ আমি একা, সেদিন সাথি থাকবে সবার। ©Md Sk Abdur Rahim

#শায়রি #Sad_shayri  White জীবনের পথে আজ বড়ো একা আমি,
চারপাশে নেই কেউ, নেই কোনো থামি।
অভাবের অন্ধকারে ডুবে গেছে দিন,
মনে হয় এই বুঝি শেষ হলো সব সুর, বিন।

তবু আশা রয়, হৃদয়ে জ্বলে আলো,
যদিও পথ কঠিন, পায়ে পড়ে শিকল কালো।
একদিন আসবে সোনালী প্রভাত,
আশার ডানায় ভর করে উড়বো,
এই জীবনের শত চড়াই-উৎরাই পার করে।

সৃষ্টিকর্তা রয়, রয় মায়ের দোয়া,
এই কঠিন সময়ও কাটবে এক সময়,
সৃষ্টির নিয়মে হাসবে মুখ আমার,
যদিও আজ আমি একা, সেদিন সাথি থাকবে সবার।

©Md Sk Abdur Rahim

#Sad_shayri শায়রি মনোভাব ইমোশনাল শায়রি বাংলা শায়রি শায়রি মনোভাব

8 Love

White ধৈর্য ধরে থেকো তুমি, আল্লাহ তোমার সাথেই, দুঃখ-কষ্ট যতই আসুক, তিনি রক্ষা করবেন তাই। অভাব যদি আসে জীবন, ধৈর্য তোমার ঢাল, আল্লাহর পথে চললে, কষ্ট পাবে নাহি কাল। সবাই যদি দূরে সরে, একা তুমি থাকো, আল্লাহর দানে ধৈর্য ধরো, কোনো ভয় পেও না। তাঁর রহমত সবসময়, থাকবে তোমার সাথে, অভাবের মাঝে শান্তি পাবে, তাঁর দয়া-প্রীতিতে। তাই দোয়া করো হৃদয় ভরে, আল্লাহ দান করুন, ধৈর্য, শক্তি, ও সহ্যশক্তি, জীবনটা করবে পূর্ণ। কষ্ট যতই আসুক তোমার, আল্লাহ সহায় হন, ধৈর্যের পরীক্ষায় সফল হবে, ঈমান শক্তির সাথে বেঁচে থাকো মন। ©Md Sk Abdur Rahim

#শায়রি #sad_shayari  White ধৈর্য ধরে থেকো তুমি, আল্লাহ তোমার সাথেই, দুঃখ-কষ্ট যতই আসুক, তিনি রক্ষা করবেন তাই।

অভাব যদি আসে জীবন, ধৈর্য তোমার ঢাল, আল্লাহর পথে চললে, কষ্ট পাবে নাহি কাল।

সবাই যদি দূরে সরে, একা তুমি থাকো, আল্লাহর দানে ধৈর্য ধরো, কোনো ভয় পেও না।

তাঁর রহমত সবসময়, থাকবে তোমার সাথে, অভাবের মাঝে শান্তি পাবে, তাঁর দয়া-প্রীতিতে।

তাই দোয়া করো হৃদয় ভরে, আল্লাহ দান করুন, ধৈর্য, শক্তি, ও সহ্যশক্তি, জীবনটা করবে পূর্ণ।

কষ্ট যতই আসুক তোমার, আল্লাহ সহায় হন, ধৈর্যের পরীক্ষায় সফল হবে, ঈমান শক্তির সাথে বেঁচে থাকো মন।

©Md Sk Abdur Rahim

#sad_shayari বাংলা শায়রি শায়রি মনোভাব ইমোশনাল শায়রি

8 Love

White বলার মতো কিছুই নাই, তবু দিন যায়, রাত কেটে যায়, পকেটে নেই কিছু, পথের ধূলি সাথী, কাজের সুযোগ নেই, জীবন যেন বিশাল এক শুন্য। নিজেরা বলেছিল, পাশে আছি তোর, কথার বানে বেঁধেছিল স্নেহের জাল, তবু এখন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, একটা খবরও নেয় না আর কেউ। তবে অবশ্যই কিছু জন আমার জন্য চেষ্টা চালাচ্ছে, যারা মন থেকে দেয় ভালোবাসার সঞ্চার, তাদের সেই প্রচেষ্টা আমায় দেয় নতুন ভরসা, তাদের ছোঁয়ায় খুঁজে পাই নতুন জীবনের দরজা। তবু আশা রাখি, ভাঙবো না কখনো, সময়ের পালা ঘুরবে একদিন, যে নিজের হাতে গড়ে তুলবে, সে পাবেই জীবনের আসল মান। একদিন পায়ে দাঁড়াবো, চোখে থাকবে জ্বলন্ত স্বপ্ন, তখন হয়তো এই আপন লোকেরাই খুঁজবে তোমায়, সেই খোঁজে পাবে শান্তি, আর এই সময়ের কথা হবে শুধু অতীতের গল্প। ©Md Sk Abdur Rahim

#শায়রি #Sad_shayri  White বলার মতো কিছুই নাই,
তবু দিন যায়, রাত কেটে যায়,
পকেটে নেই কিছু, পথের ধূলি সাথী,
কাজের সুযোগ নেই, জীবন যেন বিশাল এক শুন্য।

নিজেরা বলেছিল, পাশে আছি তোর,
কথার বানে বেঁধেছিল স্নেহের জাল,
তবু এখন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত,
একটা খবরও নেয় না আর কেউ।

তবে অবশ্যই কিছু জন
আমার জন্য চেষ্টা চালাচ্ছে,
যারা মন থেকে দেয় ভালোবাসার সঞ্চার,
তাদের সেই প্রচেষ্টা আমায় দেয় নতুন ভরসা,
তাদের ছোঁয়ায় খুঁজে পাই নতুন জীবনের দরজা।

তবু আশা রাখি, ভাঙবো না কখনো,
সময়ের পালা ঘুরবে একদিন,
যে নিজের হাতে গড়ে তুলবে,
সে পাবেই জীবনের আসল মান।

একদিন পায়ে দাঁড়াবো, চোখে থাকবে জ্বলন্ত স্বপ্ন,
তখন হয়তো এই আপন লোকেরাই
খুঁজবে তোমায়, সেই খোঁজে পাবে শান্তি,
আর এই সময়ের কথা হবে শুধু অতীতের গল্প।

©Md Sk Abdur Rahim

#Sad_shayri তবু আশা রাখি, ভাঙবো না কখনো, সময়ের পালা ঘুরবে একদিন শায়রি মনোভাব ইমোশনাল শায়রি বাংলা শায়রি

6 Love

#ভক্তি

একটি সুন্দর ভিডিও

99 View

#ভিডিও

এই ধরনের বৃষ্টি তো অনেক স্বস্তি পাওয়া যায়

108 View

Trending Topic