White দুঃখের দিনগুলো আসে যেমন কালো মেঘ,
তুমি ভেঙে পড়না, থেকো দৃঢ়, থেকো ত্যাগের বেগ।
এ রাতের অন্ধকারে হারিয়ে গেলে মন,
স্মরণ কর সেই সূর্যের আলো, যা আসবে পরক্ষণ।
দুঃখ তো আসবে যাবে, এ জীবনেরই ধারা,
তুমি দাঁড়াও শক্ত পায়ে, হয়ে ওঠো সাহসী তারা।
এই দুঃখের বেলা হবে একদিন শেষ,
তুমি শুধু চুপ থেকো না, করো সৃষ্টিকর্তার উপদেশ।
একদিন এ মেঘ কাটবে, উঠবে আলো ঝলমল,
তখন তুমি হাসবে, ভুলে যাবে সব ভোলভোল।
তাই বলছি ভাই, ভেঙে পড়োনা, থেকো সবল,
এই দুঃখের পথেই তো, খুঁজে পাবে শান্তির কল।
©Md Sk Abdur Rahim
#sad_shayari বাংলা শায়রি শায়রি মনোভাব শায়রি ভালোবাসি