White ইনকাম কম, মনেও ভার,
তবু সবাই ক'রে হাহাকার।
খোঁজে সুযোগ, ঠাট্টার ছলে,
হাসি-ঠাট্টায় ভরে সবলে।
কে বুঝবে সেই অন্তরের বেদনা,
কত কষ্টে চলে জীবনের রচনা।
আলোর অভাবে তবু আঁধারে,
সবার ঠোঁটে শুধু হাসির খেলা।
তবু যে প্রাণের গভীর তলায়,
অপমানের ক্ষত লুকিয়ে রয়।
একটি দিন, একটুকু আলো,
এমন স্বপ্নে ভরতে চায় সবকিছু ভালো।
তোমার হাসি, তোমার ঠাট্টা,
পৃথিবীর কাছে হয়তো মিষ্টি।
কিন্তু জানো না, সেই হৃদয়,
কতটা ক্ষত-বিক্ষত, কতটা বিষণ্ণ!
তবু সেই মানুষটি উঠে দাঁড়ায়,
সকল কষ্টের পরেও হাসতে চায়।
ইনকাম কম হলেও ভালোবাসা বাড়ে,
ঠাট্টা হয়ে যায় স্মৃতির পাতায়।
©Md Sk Abdur Rahim
#love_shayari তোমার হাসি, তোমার ঠাট্টা,
পৃথিবীর কাছে হয়তো মিষ্টি। বাংলা শায়রি শায়রি মনোভাব ইমোশনাল শায়রি শায়রি মনোভাব বাংলা শায়রি