White জীবনের পথে আজ বড়ো একা আমি,
চারপাশে নেই কেউ, নেই কোনো থামি।
অভাবের অন্ধকারে ডুবে গেছে দিন,
মনে হয় এই বুঝি শেষ হলো সব সুর, বিন।
তবু আশা রয়, হৃদয়ে জ্বলে আলো,
যদিও পথ কঠিন, পায়ে পড়ে শিকল কালো।
একদিন আসবে সোনালী প্রভাত,
আশার ডানায় ভর করে উড়বো,
এই জীবনের শত চড়াই-উৎরাই পার করে।
সৃষ্টিকর্তা রয়, রয় মায়ের দোয়া,
এই কঠিন সময়ও কাটবে এক সময়,
সৃষ্টির নিয়মে হাসবে মুখ আমার,
যদিও আজ আমি একা, সেদিন সাথি থাকবে সবার।
©Md Sk Abdur Rahim
#Sad_shayri শায়রি মনোভাব ইমোশনাল শায়রি বাংলা শায়রি শায়রি মনোভাব