White ধৈর্য ধরে থেকো তুমি, আল্লাহ তোমার সাথেই, দুঃখ-কষ্ট যতই আসুক, তিনি রক্ষা করবেন তাই।
অভাব যদি আসে জীবন, ধৈর্য তোমার ঢাল, আল্লাহর পথে চললে, কষ্ট পাবে নাহি কাল।
সবাই যদি দূরে সরে, একা তুমি থাকো, আল্লাহর দানে ধৈর্য ধরো, কোনো ভয় পেও না।
তাঁর রহমত সবসময়, থাকবে তোমার সাথে, অভাবের মাঝে শান্তি পাবে, তাঁর দয়া-প্রীতিতে।
তাই দোয়া করো হৃদয় ভরে, আল্লাহ দান করুন, ধৈর্য, শক্তি, ও সহ্যশক্তি, জীবনটা করবে পূর্ণ।
কষ্ট যতই আসুক তোমার, আল্লাহ সহায় হন, ধৈর্যের পরীক্ষায় সফল হবে, ঈমান শক্তির সাথে বেঁচে থাকো মন।
©Md Sk Abdur Rahim
#sad_shayari বাংলা শায়রি শায়রি মনোভাব ইমোশনাল শায়রি