MOSHARAF HOSSAIN MONDAL

MOSHARAF HOSSAIN MONDAL

Researcher

  • Latest
  • Popular
  • Repost
  • Video

White চেনা দশকের অচেনা রূপ কী যেন হয়ে গেছে এই দশকটার। সম্পর্কগুলো আর মাটির মতো শক্ত নয়, যেন রঙিন কাগজের ফুল—দেখতে সুন্দর, কিন্তু গন্ধ নেই। স্বামী আর স্ত্রী মুখোমুখি বসে কথোপকথন করে, কিন্তু চোখের ভাষা নীরব। ভালোবাসা? যেন মুছে গেছে সময়ের বই থেকে। ৯০-এর দশকে প্রেম ছিল এক আবেগের স্রোত। প্রতিটি চিঠির শব্দে, প্রতিটি দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকত এক গভীর টান। তখন সম্পর্ক মানে ছিল একে অন্যের অস্তিত্বে মিশে যাওয়া। ভালোবাসার জন্য কেউ পাহাড় কেটেছে, কেউ সমুদ্র পাড়ি দিয়েছে। আর এখন? সম্পর্ক যেন সময়ের এক নির্ধারিত চুক্তি। কিছু মুহূর্তের হাসি, আর তারপর শূন্যতা। মানুষ এখন যেন শুধু পেতে চায়, দিতে নয়। প্রত্যেকের মনে এক অসম্পূর্ণতার ক্ষত, কেউ সেটি সারাতে চায় না। প্রতিটি সম্পর্ক যেন মেকি, বিশ্বাস যেন একটি বিলুপ্ত শব্দ। আর এইসব দেখে মনে হয়, শহরটার কী যেন হয়ে গেছে, গ্রামের হৃদয়টাও আর আগের মতো নেই। ৯০-এর দশকের প্রেম ছিল সাদা-কালো সিনেমার মতো—গভীর, ধীর, অথচ মায়াবী। এখনকার প্রেম যেন তড়িৎ-গতির ইন্টারনেটের মতো—দ্রুত আসে, দ্রুত যায়। সবাই ভাবছে, যদি সেই ৯০-এর দশকে ফিরে যেতে পারতাম! যদি এক অগোছালো প্রেমিক বা প্রেমিকা হয়ে ভালোবাসায় ভিজে যেতে পারতাম! আজকের দিনে প্রত্যেকে ব্যস্ত, ছুটছে অজানা এক মোহের পেছনে। কী পাবে, কেউ জানে না, তবুও ছুটে চলেছে। সময় যেন হারিয়েছে তার ধৈর্য। মানুষ আজ আর ভালোবাসতে জানে না, শুধু হিসেব করতে জানে। মানুষ এখন অন্তর দিয়ে অপরকে আপন করে নেবার মত কথা বলতেই ভুলে গেছে l কথার মাধ্যমে মানুষ জানতে অজান্তে মানুষকে আঘাত দিতেই এখন পারদর্শী l কি যেন হয়ে গেছে ৯০ এর দশকের পরবর্তী ছেলেমেয়েদের l এই দশক, এই শহর, এই গ্রাম যেন এক অচেনা নেশায় মেতে উঠেছে। অথচ, প্রতিটি মানুষ জানে, তারা যা খুঁজছে, তা এই দ্রুতগতির জীবনে নেই। কিছুই নেই। শুধু শূন্যতা। কিন্তু যদি আমরা আবার শিখতে পারতাম ভালোবাসতে? যদি আমরা আবার অনুভব করতে পারতাম সেই পুরনো দিনের আবেগ, যেখানে মনের খাঁটি অনুভূতিগুলো ছিল সম্পর্কের মূলে? আমরা কি তবে আবার মানুষ হতে পারতাম? একদিন সময় থেমে যাবে, আর তখন শুধুই শূন্যতার মাঝে প্রতিধ্বনিত হবে আপনার দেওয়া না বলা ভালোবাসার আর্তি। ©MOSHARAF HOSSAIN MONDAL

#good_night  White চেনা দশকের অচেনা রূপ

কী যেন হয়ে গেছে এই দশকটার। সম্পর্কগুলো আর মাটির মতো শক্ত নয়, যেন রঙিন কাগজের ফুল—দেখতে সুন্দর, কিন্তু গন্ধ নেই। স্বামী আর স্ত্রী মুখোমুখি বসে কথোপকথন করে, কিন্তু চোখের ভাষা নীরব। ভালোবাসা? যেন মুছে গেছে সময়ের বই থেকে।

৯০-এর দশকে প্রেম ছিল এক আবেগের স্রোত। প্রতিটি চিঠির শব্দে, প্রতিটি দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকত এক গভীর টান। তখন সম্পর্ক মানে ছিল একে অন্যের অস্তিত্বে মিশে যাওয়া। ভালোবাসার জন্য কেউ পাহাড় কেটেছে, কেউ সমুদ্র পাড়ি দিয়েছে। আর এখন? সম্পর্ক যেন সময়ের এক নির্ধারিত চুক্তি। কিছু মুহূর্তের হাসি, আর তারপর শূন্যতা।

মানুষ এখন যেন শুধু পেতে চায়, দিতে নয়। প্রত্যেকের মনে এক অসম্পূর্ণতার ক্ষত, কেউ সেটি সারাতে চায় না। প্রতিটি সম্পর্ক যেন মেকি, বিশ্বাস যেন একটি বিলুপ্ত শব্দ। আর এইসব দেখে মনে হয়, শহরটার কী যেন হয়ে গেছে, গ্রামের হৃদয়টাও আর আগের মতো নেই।

৯০-এর দশকের প্রেম ছিল সাদা-কালো সিনেমার মতো—গভীর, ধীর, অথচ মায়াবী। এখনকার প্রেম যেন তড়িৎ-গতির ইন্টারনেটের মতো—দ্রুত আসে, দ্রুত যায়। সবাই ভাবছে, যদি সেই ৯০-এর দশকে ফিরে যেতে পারতাম! যদি এক অগোছালো প্রেমিক বা প্রেমিকা হয়ে ভালোবাসায় ভিজে যেতে পারতাম!

আজকের দিনে প্রত্যেকে ব্যস্ত, ছুটছে অজানা এক মোহের পেছনে। কী পাবে, কেউ জানে না, তবুও ছুটে চলেছে। সময় যেন হারিয়েছে তার ধৈর্য। মানুষ আজ আর ভালোবাসতে জানে না, শুধু হিসেব করতে জানে।

 মানুষ এখন অন্তর দিয়ে অপরকে আপন করে নেবার মত কথা বলতেই ভুলে গেছে l কথার মাধ্যমে মানুষ জানতে অজান্তে মানুষকে আঘাত দিতেই এখন পারদর্শী l কি যেন হয়ে গেছে ৯০ এর দশকের পরবর্তী  ছেলেমেয়েদের l এই দশক, এই শহর, এই গ্রাম যেন এক অচেনা নেশায় মেতে উঠেছে। অথচ, প্রতিটি মানুষ জানে, তারা যা খুঁজছে, তা এই দ্রুতগতির জীবনে নেই। কিছুই নেই। শুধু শূন্যতা।

কিন্তু যদি আমরা আবার শিখতে পারতাম ভালোবাসতে? যদি আমরা আবার অনুভব করতে পারতাম সেই পুরনো দিনের আবেগ, যেখানে মনের খাঁটি অনুভূতিগুলো ছিল সম্পর্কের মূলে? আমরা কি তবে আবার মানুষ হতে পারতাম?
একদিন সময় থেমে যাবে, আর তখন শুধুই শূন্যতার মাঝে প্রতিধ্বনিত হবে আপনার দেওয়া না বলা ভালোবাসার আর্তি।

©MOSHARAF HOSSAIN MONDAL

#good_night

11 Love

White ভালোবাসা ভালোবাসা বোধ হয় দুটি মনের ছোট গল্প, যেটা শেষ হয়েও অপূর্ণতা দিয়ে যায় মনের সম্মুখ সমরে l ভাগ করে যে সুখে থাকা যায় সে কথা ভালো লাগার গানে গানে শুনেছি বহুবার l অপূর্ণতায় যদি ভালোবাসা প্রকট হবে তাহলে ভালোবাসার পূর্ণতা কোথায় ! না পাওয়াতেই নাকি ভালবাসার পূর্ণতা! শতাব্দীর ভালোবাসাতে সে প্রমাণ আছে l আসলে ভালোবাসলে আমার বলে কিছু থাকতে নেই l যে কাছে সে দূরের নয় একথা বোধহয় ভুল l হয়তো আমাদের কাছে যারা, তারা দূরের l তাই আবার দূরের মানুষটাই হয়তো আমাদের অনেক কাছের মনে হয়, যাকে ভালোবাসা যায় l যারা কাছের মানুষকে কাছে পায় তারা ভালোবাসে l তবে ভালোবাসা শব্দটা কয়েক দশকের সময় সমাহার l ক্ষণিকের ভাবি আমরা, তাই বোধ হয় অপূর্ণতা গ্রাস করে l বারে বারে আমরা সব সময় দূরের জিনিসকেই ভালোবাসি, তাই বোধ হয় মন খারাপ করলে আমরা অন্ধকার আকাশের দিকে তাকাই, কখনো দেখি খোলা আকাশ, কখনো বা চাঁদ কখনো বা তারা l আসলে আমরা কারো ভালো-তে বাস করতে পারি না তাই হয়তো ভালো বাসতে পারিনা ll ©MOSHARAF HOSSAIN MONDAL

#sad_quotes  White ভালোবাসা 

ভালোবাসা বোধ হয় দুটি মনের ছোট গল্প,
 যেটা শেষ হয়েও অপূর্ণতা দিয়ে যায় মনের সম্মুখ সমরে l
 ভাগ করে যে সুখে থাকা যায় সে কথা ভালো লাগার
 গানে গানে শুনেছি বহুবার l অপূর্ণতায় যদি ভালোবাসা
 প্রকট হবে তাহলে ভালোবাসার পূর্ণতা কোথায় ! 
না পাওয়াতেই নাকি ভালবাসার পূর্ণতা! শতাব্দীর 
ভালোবাসাতে সে প্রমাণ আছে l আসলে ভালোবাসলে 
আমার বলে কিছু থাকতে নেই l যে কাছে সে দূরের নয় 
একথা বোধহয় ভুল l হয়তো আমাদের কাছে যারা, 
তারা দূরের l তাই আবার দূরের মানুষটাই হয়তো
আমাদের অনেক কাছের মনে হয়, যাকে ভালোবাসা যায় l 
যারা কাছের মানুষকে কাছে পায় তারা ভালোবাসে l
তবে ভালোবাসা শব্দটা কয়েক দশকের সময় সমাহার l 
ক্ষণিকের ভাবি আমরা, তাই বোধ হয় অপূর্ণতা
 গ্রাস করে l বারে বারে আমরা সব সময় দূরের 
জিনিসকেই ভালোবাসি, তাই বোধ হয় মন খারাপ
করলে আমরা অন্ধকার আকাশের দিকে তাকাই, 
কখনো দেখি খোলা আকাশ, কখনো বা চাঁদ কখনো বা তারা l
 আসলে আমরা কারো ভালো-তে বাস করতে পারি
 না তাই হয়তো ভালো বাসতে পারিনা ll

©MOSHARAF HOSSAIN MONDAL

#sad_quotes

14 Love

গুরু তুমি জ্ঞানের ভৈরব সুরে একতারা হাতে জীবন গড়ার বাউল গুরু তুমি ভারত মাতার সুরভিত মঙ্গলময় ভোর l আমাদের জীবন যুদ্ধের সীমানায় তুমি সদাই জাগ্রত প্রহর l l তুমি ছাড়া পাখির ডানা আকাশ পায় না খুঁজে l তোমার শিক্ষা আমার চেতনার সমস্ত অন্ধকার মোছে ll তুমি জ্ঞানের গঙ্গা অনন্ত প্রবাহিত l তোমার নিঃস্বার্থ দানে আমরা হই পবিত্রিত ll জীবনের মন্ত্রের ধ্বনি তোমার কণ্ঠে বাজে l তুমি সেই প্রাচীন ঋষি যার আলোকে কিশলয় জীবন নব রূপে সাজে l l তোমার জ্ঞানের ভৈরব সুরে তুমি একতারা হাতে জীবন গড়ার বাউল l তোমার জ্ঞানের অনুরণন শতত সু-মধুর, তোমার দীক্ষা ছাড়া পথ হয় বন্ধুর ll তুমি আছো বলেই আমাদের অন্তরে রক্তাক্ত জ্ঞানের আলো l এভাবেই আমাদের জীবনে জ্ঞানের আলো আরো আরো ঢালো l l তুমি আছো বলেই জীবন হয় পূর্ণ প্রাণ l তুমি আছো বলেই সমস্ত কর্মে খুঁজে পাই অমৃতের গান ll ©MOSHARAF HOSSAIN MONDAL

#Teachersday #Bhakti #guru  গুরু তুমি জ্ঞানের ভৈরব সুরে  একতারা হাতে জীবন গড়ার বাউল 


গুরু তুমি ভারত মাতার সুরভিত মঙ্গলময় ভোর l
আমাদের জীবন যুদ্ধের সীমানায় তুমি সদাই জাগ্রত প্রহর l l

তুমি ছাড়া পাখির ডানা আকাশ পায় না খুঁজে l 
তোমার শিক্ষা আমার চেতনার সমস্ত অন্ধকার মোছে ll

তুমি জ্ঞানের গঙ্গা অনন্ত প্রবাহিত l 
তোমার নিঃস্বার্থ দানে আমরা হই পবিত্রিত ll

জীবনের মন্ত্রের ধ্বনি তোমার কণ্ঠে বাজে l
তুমি সেই প্রাচীন ঋষি যার আলোকে কিশলয় জীবন নব রূপে সাজে l l

তোমার জ্ঞানের ভৈরব সুরে তুমি একতারা হাতে জীবন গড়ার বাউল l
 তোমার জ্ঞানের অনুরণন শতত সু-মধুর, 
তোমার দীক্ষা ছাড়া পথ হয় বন্ধুর ll

তুমি আছো বলেই আমাদের  অন্তরে রক্তাক্ত জ্ঞানের আলো l
 এভাবেই আমাদের জীবনে জ্ঞানের আলো আরো আরো ঢালো l l

তুমি আছো বলেই জীবন হয় পূর্ণ প্রাণ l
 তুমি আছো বলেই সমস্ত কর্মে খুঁজে পাই অমৃতের গান ll

©MOSHARAF HOSSAIN MONDAL

#Teachersday #guru #guru bandana

14 Love

গুরু তুমি জ্ঞানের ভৈরব সুরে একতারা হাতে জীবন গড়ার বাউল গুরু তুমি ভারত মাতার সুরভিত মঙ্গলময় ভোর l আমাদের জীবন যুদ্ধের সীমানায় তুমি সদাই জাগ্রত প্রহর l l তুমি ছাড়া পাখির ডানা আকাশ পায় না খুঁজে l তোমার শিক্ষা আমার চেতনার সমস্ত অন্ধকার মোছে ll তুমি জ্ঞানের গঙ্গা অনন্ত প্রবাহিত l তোমার নিঃস্বার্থ দানে, আমরা হই পবিত্রিত ll জীবনের মন্ত্রের ধ্বনি তোমার কণ্ঠে বাজে l তুমি সেই প্রাচীন ঋষি যার আলোকে কিশোলয় জীবন নব রূপে সাজে l l তোমার জ্ঞানের ভৈরব সুরে তুমি একতারা হাতে জীবন গড়ার বাউল l তোমার জ্ঞানের অনুরণন শতত সুমধুর, তোমার দীক্ষা ছাড়া পথ হয় বন্ধুর ll তুমি আছো বলেই আমাদের অন্তরে রক্তাক্ত জ্ঞানের আলো l এভাবেই আমাদের জীবনে জ্ঞানের আলো আরো আরো ঢালো l l তুমি আছো বলেই জীবন হয় পূর্ণ প্রাণ l তুমি আছো বলেই সমস্ত কর্মে খুঁজে পাই অমৃতের গান ll ©MOSHARAF HOSSAIN MONDAL

#guru_purnima #gururavidas  গুরু তুমি জ্ঞানের ভৈরব সুরে  একতারা হাতে জীবন গড়ার বাউল 


গুরু তুমি ভারত মাতার সুরভিত মঙ্গলময় ভোর l
আমাদের জীবন যুদ্ধের সীমানায় তুমি সদাই জাগ্রত প্রহর l l

তুমি ছাড়া পাখির ডানা আকাশ পায় না খুঁজে l 
তোমার শিক্ষা আমার চেতনার সমস্ত অন্ধকার মোছে ll

তুমি জ্ঞানের গঙ্গা অনন্ত প্রবাহিত l 
তোমার নিঃস্বার্থ দানে, আমরা হই পবিত্রিত ll

জীবনের মন্ত্রের ধ্বনি তোমার কণ্ঠে বাজে l
তুমি সেই প্রাচীন ঋষি যার আলোকে কিশোলয় জীবন নব রূপে সাজে l l

তোমার জ্ঞানের ভৈরব সুরে তুমি একতারা হাতে জীবন গড়ার বাউল l তোমার জ্ঞানের অনুরণন শতত সুমধুর, 
তোমার দীক্ষা ছাড়া পথ হয় বন্ধুর ll

তুমি আছো বলেই আমাদের  অন্তরে রক্তাক্ত জ্ঞানের আলো l 
এভাবেই আমাদের জীবনে জ্ঞানের আলো আরো আরো ঢালো l l

তুমি আছো বলেই জীবন হয় পূর্ণ প্রাণ l 
তুমি আছো বলেই সমস্ত কর্মে খুঁজে পাই অমৃতের গান ll

©MOSHARAF HOSSAIN MONDAL

Village Life তুমি সাগরে গেছো? -হ্যাঁ কি শুনেছো? -ঢেউয়ের শব্দে দীর্ঘশ্বাস ! আর পাহাড়ে? -হ্যাঁ গেছি কি দেখছো ? -বিদায়ী প্রেম ফিরে পাবার অভিনব প্রয়াস ! আর? -অসমাপ্ত ভালোবাসা ভরা জীবন্ত প্রেমিকের লাশ ll ©MOSHARAF HOSSAIN MONDAL

#villagelife #SAD  Village Life তুমি সাগরে গেছো?
 -হ্যাঁ
 কি শুনেছো? 
 -ঢেউয়ের  শব্দে দীর্ঘশ্বাস ! 
 আর পাহাড়ে? 
 -হ্যাঁ গেছি 
 কি দেখছো ? 
-বিদায়ী প্রেম ফিরে পাবার অভিনব প্রয়াস ! 
 আর?
-অসমাপ্ত ভালোবাসা ভরা জীবন্ত প্রেমিকের লাশ ll

©MOSHARAF HOSSAIN MONDAL

Village Life তুমি সাগরে গেছো? -হ্যাঁ কি শুনেছো? -ঢেউয়ের শব্দে দীর্ঘশ্বাস ! আর পাহাড়ে? -হ্যাঁ গেছি কি দেখছো ? -বিদায়ী প্রেম ফিরে পাবার অভিনব প্রয়াস ! আর? -অসমাপ্ত ভালোবাসা ভরা জীবন্ত প্রেমিকের লাশ ll ©MOSHARAF HOSSAIN MONDAL

#villagelife #Quotes  Village Life তুমি সাগরে গেছো?
 -হ্যাঁ
 কি শুনেছো? 
 -ঢেউয়ের  শব্দে দীর্ঘশ্বাস ! 
 আর পাহাড়ে? 
 -হ্যাঁ গেছি 
 কি দেখছো ? 
-বিদায়ী প্রেম ফিরে পাবার অভিনব প্রয়াস ! 
 আর?
-অসমাপ্ত ভালোবাসা ভরা জীবন্ত প্রেমিকের লাশ ll

©MOSHARAF HOSSAIN MONDAL

#villagelife #Love

15 Love

Trending Topic