চন্দন লেগেছে গালে, মৃদু রাত অপার বেদনায়
ধবধবে বিছানায় কনে সাজ, বিপ বিপ হার্টবিট
ক্রমাগত অনিশ্চিত, একবার ঠোঁট ছুঁয়ে দাও !
পথেই রয়েছে ধুলো , বাড়ি ফিরি প্রতিদিন
শব্দ মুঠোয় করে ছড়িয়েছি নদী জল ঘাস ফুলে
যতবার চোখ বুজি , চন্দন লেগেছে গালে .....
বই জুড়ে চিঠি আছে, পাঁপড়ির ভাঁজে ভাঁজে
গোলাপি রঙের পাশে ,চশমার কালো ফ্রেম
আমি তো বাউন্ডুলে , চাঁদ ওঠে প্রতিরাতে
আকাশের গায়ে দেখি একরাশ স্নেহমেঘ
বৃষ্টি মদের মতো , নেশাতুর বাড়ে ক্ষত
রক্ত দাগের পাশে, জোনাকিরা বসে আছে
করতলে চিতাকাঠ ছাই
চন্দন লাগিয়েছি তাই .......
©Arunava Chakraborty
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here