কবি স্মরণ।
আজি এ পবিত্র পঁচিশে বৈশাখ ১৪২৮
হে বিশ্ব কবি তোমার ১৬১তম জন্মদিন,
এ সময় সারা বিশ্ব আজ দগ্ধ এক ভয়ংকর
মারণ ভাইরাসে,কত প্রান অন্তীম অনন্তহীন।
দুমুঠো বিশুদ্ধ ফুল দিয়ে তোমায় প্রনাম সারবো
তার উপায় নেই, সবকিছুই যেন আজ বিষাক্ত,
কাঁপা শরীরে হাত পা চলেনা মন যে অবরুদ্ধ
বন্ধ হয়েছে কবিতা লেখা,উৎকণ্ঠায় আসক্ত,
হিংস্র আজ এত হিংস্র চারিদিকে তার ভয়াবহতা
দক্ষের যজ্ঞে আজ এ ভীষণ ভয়ংকর উন্মত্ততা,
শিব আজ শুনতে নাপায় অক্সিরোগীর আর্তনাদ
লক্ষ মানুষ আজ অসহায় করে শুধু প্রাণপাত।
তবুও আজ লিখতে হবে তোমারে করতে স্মরণ
এর চেয়েও কত ভীষণ সময় তুমি করেছ বরণ,
তোমার প্রেরণায় আজ হোক আবার পথ চলা
যুদ্ধ করে করি মুক্ত,ভূমির বুকের বিষাক্ত ফলা।
©Swapan Dewanji
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here