Swapan Dewanji

Swapan Dewanji Lives in Durgapur, West Bengal, India

writer.

  • Latest
  • Popular
  • Repost
  • Video
#ভালোবাসা #sad_quotes  White  বুঝিনি কত নিষ্ঠুর।

হ‍্যাঁ আমি বরাবর ভীষণ সৌন্দর্যের পূজারি
ছোট্ট থেকে সুন্দর প্রজাতির পিছনে ছুটেছি,
উপভোগ করতাম ওরা যখন মধু খেতে বসত
পেছন থেকে আস্তে আস্তে দু আঙ্গুল ধরতো।

দূর থেকে মা চিৎকার করতেন ওরে ছাড় ছাড় 
মুখপুড়ি বড়ো হয়ে তোর আর বিয়ে যাবে মার,
ফুলে মধু খাবার সময় প্রজাতিকে জ্বালাবি না 
তবে প্রজাপতি বর হয়ে কাছে আর আসবে না।

মা যাই বলুক ওসব বুঝতামওনা,ছাড়তামওনা
বরং কষ্ট হতো প্রজাপতি মধু খেয়ে নিতো বলে,
ওদের ডানার রং দিয়ে কপালের টিপ পরতাম
তারপর ডানাগুলোর রং তুলে উড়িয়ে দিতাম।

এই ভাবে একদিন সাঙ্গ হল ছেলেবেলার খেলা
তারপর চলে এলো কলেজে রঙিন বন্ধুর মেলা,
ফুল হয়ে মাঝে থাকতাম,ঘিরে ধরত প্রজাপতি
ভীষণ ভালো লাগতো কত হৃদয়ে আমি শ্রীমতি।

ফুলের মত মধু বিলোবো ও বসবে আমার বুকে
ফুলের মত সুখে রাখবো গন্ধ ছড়িয়ে চারিদিকে,
এই ভাবেই জীবন গড়ি শুধু এক বাহারি বাগানে
কিন্তু একি!কি স্বপ্ন দেখি এক নৃশংস আগমনে।

মনে পড়ে যায় সেদিনের সেই যত নিষ্ঠুর খেলা
এখন যদি আমায় নিয়ে চলে সেই পুরনো পালা, 
ছিঃছিঃ ভগবান কতনা ভূল করেছি,বুঝিনি সুখ
এখন মধু দিতে প্রজাপতিরে,যতই থাকুক দুঃখ।

©Swapan Dewanji

#sad_quotes বুঝিনি কত নিষ্ঠুর।

126 View

White বুঝিনি কত নিষ্ঠুর। হ‍্যাঁ আমি বরাবর ভীষণ সৌন্দর্যের পূজারি ছোট্ট থেকে সুন্দর প্রজাতির পিছনে ছুটেছি, উপভোগ করতাম ওরা যখন মধু খেতে বসত পেছন থেকে আস্তে আস্তে দু আঙ্গুল ধরতো। দূর থেকে মা চিৎকার করতেন ওরে ছাড় ছাড় মুখপুড়ি বড়ো হয়ে তোর আর বিয়ে যাবে মার, ফুলে মধু খাবার সময় প্রজাতিকে জ্বালাবি না তবে প্রজাপতি বর হয়ে কাছে আর আসবে না। মা যাই বলুক ওসব বুঝতামওনা,ছাড়তামওনা বরং কষ্ট হতো প্রজাপতি মধু খেয়ে নিতো বলে, ওদের ডানার রং দিয়ে কপালের টিপ পরতাম তারপর ডানাগুলোর রং তুলে উড়িয়ে দিতাম। এই ভাবে একদিন সাঙ্গ হল ছেলেবেলার খেলা তারপর চলে এলো কলেজে রঙিন বন্ধুর মেলা, ফুল হয়ে মাঝে থাকতাম,ঘিরে ধরত প্রজাপতি ভীষণ ভালো লাগতো কত হৃদয়ে আমি শ্রীমতি। ফুলের মত মধু বিলোবো ও বসবে আমার বুকে ফুলের মত সুখে রাখবো গন্ধ ছড়িয়ে চারিদিকে, এই ভাবেই জীবন গড়ি শুধু এক বাহারি বাগানে কিন্তু একি!কি স্বপ্ন দেখি এক নৃশংস আগমনে। মনে পড়ে যায় সেদিনের সেই যত নিষ্ঠুর খেলা এখন যদি আমায় নিয়ে চলে সেই পুরনো পালা, ছিঃছিঃ ভগবান কতনা ভূল করেছি,বুঝিনি সুখ এখন মধু দিতে প্রজাপতিরে,যতই থাকুক দুঃখ। ©Swapan Dewanji

#ভালোবাসা #sad_quotes  White বুঝিনি কত নিষ্ঠুর।

হ‍্যাঁ আমি বরাবর ভীষণ সৌন্দর্যের পূজারি
ছোট্ট থেকে সুন্দর প্রজাতির পিছনে ছুটেছি,
উপভোগ করতাম ওরা যখন মধু খেতে বসত
পেছন থেকে আস্তে আস্তে দু আঙ্গুল ধরতো।

দূর থেকে মা চিৎকার করতেন ওরে ছাড় ছাড় 
মুখপুড়ি বড়ো হয়ে তোর আর বিয়ে যাবে মার,
ফুলে মধু খাবার সময় প্রজাতিকে জ্বালাবি না 
তবে প্রজাপতি বর হয়ে কাছে আর আসবে না।

মা যাই বলুক ওসব বুঝতামওনা,ছাড়তামওনা
বরং কষ্ট হতো প্রজাপতি মধু খেয়ে নিতো বলে,
ওদের ডানার রং দিয়ে কপালের টিপ পরতাম
তারপর ডানাগুলোর রং তুলে উড়িয়ে দিতাম।

এই ভাবে একদিন সাঙ্গ হল ছেলেবেলার খেলা
তারপর চলে এলো কলেজে রঙিন বন্ধুর মেলা,
ফুল হয়ে মাঝে থাকতাম,ঘিরে ধরত প্রজাপতি
ভীষণ ভালো লাগতো কত হৃদয়ে আমি শ্রীমতি।

ফুলের মত মধু বিলোবো ও বসবে আমার বুকে
ফুলের মত সুখে রাখবো গন্ধ ছড়িয়ে চারিদিকে,
এই ভাবেই জীবন গড়ি শুধু এক বাহারি বাগানে
কিন্তু একি!কি স্বপ্ন দেখি এক নৃশংস আগমনে।

মনে পড়ে যায় সেদিনের সেই যত নিষ্ঠুর খেলা
এখন যদি আমায় নিয়ে চলে সেই পুরনো পালা, 
ছিঃছিঃ ভগবান কতনা ভূল করেছি,বুঝিনি সুখ
এখন মধু দিতে প্রজাপতিরে,যতই থাকুক দুঃখ।

©Swapan Dewanji

#sad_quotes বুঝিনি কত নিষ্ঠুর।

10 Love

#ভালোবাসা #sad_qoute  White  ছিন্ন।

বার বার তোমায় বলি
আমি তোমায় ছেড়ে যাবো না,
এ জগতে তুমি ছাড়া
কারো কাছে আমি থাকবো না।

ওরে মা অমন বলতে নেই
এতে যে পৃথিবীর অকল‍্যাণ,
নতুন আরেক পৃথিবী গড়তে
তোরাই যে আগুয়ান।

তোরাই পৃথিবীর শ্রেষ্ঠ বীর
ভালোবাসায় করিস জয়,
তোদের ধৈর্যে তোদের বুদ্ধিতে
মানুষে মানুষে বন্ধন হয়।

সবাই তো সব কিছু পারে
পারে না শুধু জন্ম দিতে,
সন্তান জনমের মা হয়ে
পারে কী পৃথিবীর শ্রেষ্ঠ হতে ?

মাগো সব মানছি সব বুঝছি
তবু কেন মাতৃ হত্যা,
এতো যে করে তার সাথে কখনো
এমন ভাবে শত্রুতা।

প্রতিদিন দেখ এ ভূমি পরে
যত সুখ নেয় ওরা নারীর ঘরে,
অথচ আবার সেই নারীকেই
কখনো ধর্ষণ,কখনো পন‍্য করে।

এটাই তো মা আমাদের কাল
যুগ যুগ ধরে মোদের রক্তে লাল,
আর না মা যে যেখানে আছিস
প্রতিবাদে হোক ছিন্ন,যত শয়তান জাল।

©Swapan Dewanji

#sad_qoute ছিন্ন।

153 View

White ছিন্ন। বার বার তোমায় বলি আমি তোমায় ছেড়ে যাবো না, এ জগতে তুমি ছাড়া কারো কাছে আমি থাকবো না। ওরে মা অমন বলতে নেই এতে যে পৃথিবীর অকল‍্যাণ, নতুন আরেক পৃথিবী গড়তে তোরাই যে আগুয়ান। তোরাই পৃথিবীর শ্রেষ্ঠ বীর ভালোবাসায় করিস জয়, তোদের ধৈর্যে তোদের বুদ্ধিতে মানুষে মানুষে বন্ধন হয়। সবাই তো সব কিছু পারে পারে না শুধু জন্ম দিতে, সন্তান জনমের মা হয়ে পারে কী পৃথিবীর শ্রেষ্ঠ হতে ? মাগো সব মানছি সব বুঝছি তবু কেন মাতৃ হত্যা, এতো যে করে তার সাথে কখনো এমন ভাবে শত্রুতা। প্রতিদিন দেখ এ ভূমি পরে যত সুখ নেয় ওরা নারীর ঘরে, অথচ আবার সেই নারীকেই কখনো ধর্ষণ,কখনো পন‍্য করে। এটাই তো মা আমাদের কাল যুগ যুগ ধরে মোদের রক্তে লাল, আর না মা যে যেখানে আছিস প্রতিবাদে হোক ছিন্ন,যত শয়তান জাল। ©Swapan Dewanji

#ভালোবাসা #sad_qoute  White ছিন্ন।

বার বার তোমায় বলি
আমি তোমায় ছেড়ে যাবো না,
এ জগতে তুমি ছাড়া
কারো কাছে আমি থাকবো না।

ওরে মা অমন বলতে নেই
এতে যে পৃথিবীর অকল‍্যাণ,
নতুন আরেক পৃথিবী গড়তে
তোরাই যে আগুয়ান।

তোরাই পৃথিবীর শ্রেষ্ঠ বীর
ভালোবাসায় করিস জয়,
তোদের ধৈর্যে তোদের বুদ্ধিতে
মানুষে মানুষে বন্ধন হয়।

সবাই তো সব কিছু পারে
পারে না শুধু জন্ম দিতে,
সন্তান জনমের মা হয়ে
পারে কী পৃথিবীর শ্রেষ্ঠ হতে ?

মাগো সব মানছি সব বুঝছি
তবু কেন মাতৃ হত্যা,
এতো যে করে তার সাথে কখনো
এমন ভাবে শত্রুতা।

প্রতিদিন দেখ এ ভূমি পরে
যত সুখ নেয় ওরা নারীর ঘরে,
অথচ আবার সেই নারীকেই
কখনো ধর্ষণ,কখনো পন‍্য করে।

এটাই তো মা আমাদের কাল
যুগ যুগ ধরে মোদের রক্তে লাল,
আর না মা যে যেখানে আছিস
প্রতিবাদে হোক ছিন্ন,যত শয়তান জাল।

©Swapan Dewanji

#sad_qoute ছিন্ন।

12 Love

#ভালোবাসা #sad_shayari  White  সৃষ্টি।

পাথরে মাথার স্পর্শে 
পাথর হয় যায় দেবতা,
আবার পাথরের বুকে জল ছোটে 
সৃষ্টি সেথা নদীর কুলুকুলু কবিতা।

আমার স্পর্শে তোমার শিহরণ
এরই নাম কি ভালোবাসার মরণ,
নদীর বুকে যত পাথরের ঘর্ষন
কবিতায় বলে ওরে তুই যৌবন।

ভাটার টানে নাও চলেনা 
মাঝির বড়োই বেদনা,
জীবন যখন জোয়ারে ভরা
সব বেদনার তখন শুধুই খরা।

সুন্দরী দেখিলেই শুধু মন চায়
নিভৃতে দু চারিটি কথা,
আছে যে প্রাণের রমনী তোমার
চোর কি বোঝে গৃহীর ব‍্যাথা ?

ধীরে ধীরে পাথর ও ক্ষয়ে যায়
এক সময় সেও চায় ক্ষমা হায়,
মরা মরা থেকে রত্নাকরের মুক্তি
রাম নামেই যত বাল্মীকি শক্তি।

কখনো কি জেনছিলে ওগো
একদিন আমি তোমারই হব,
পথ চলতে চলতে পথের শেষে
গোধূলি লগ্ন এলো অবশেষে।

।

©Swapan Dewanji

#sad_shayari সৃষ্টি।

144 View

White সৃষ্টি। পাথরে মাথার স্পর্শে পাথর হয় যায় দেবতা, আবার পাথরের বুকে জল ছোটে সৃষ্টি সেথা নদীর কুলুকুলু কবিতা। আমার স্পর্শে তোমার শিহরণ এরই নাম কি ভালোবাসার মরণ, নদীর বুকে যত পাথরের ঘর্ষন কবিতায় বলে ওরে তুই যৌবন। ভাটার টানে নাও চলেনা মাঝির বড়োই বেদনা, জীবন যখন জোয়ারে ভরা সব বেদনার তখন শুধুই খরা। সুন্দরী দেখিলেই শুধু মন চায় নিভৃতে দু চারিটি কথা, আছে যে প্রাণের রমনী তোমার চোর কি বোঝে গৃহীর ব‍্যাথা ? ধীরে ধীরে পাথর ও ক্ষয়ে যায় এক সময় সেও চায় ক্ষমা হায়, মরা মরা থেকে রত্নাকরের মুক্তি রাম নামেই যত বাল্মীকি শক্তি। কখনো কি জেনছিলে ওগো একদিন আমি তোমারই হব, পথ চলতে চলতে পথের শেষে গোধূলি লগ্ন এলো অবশেষে। । ©Swapan Dewanji

#ভালোবাসা #sad_shayari  White সৃষ্টি।

পাথরে মাথার স্পর্শে 
পাথর হয় যায় দেবতা,
আবার পাথরের বুকে জল ছোটে 
সৃষ্টি সেথা নদীর কুলুকুলু কবিতা।

আমার স্পর্শে তোমার শিহরণ
এরই নাম কি ভালোবাসার মরণ,
নদীর বুকে যত পাথরের ঘর্ষন
কবিতায় বলে ওরে তুই যৌবন।

ভাটার টানে নাও চলেনা 
মাঝির বড়োই বেদনা,
জীবন যখন জোয়ারে ভরা
সব বেদনার তখন শুধুই খরা।

সুন্দরী দেখিলেই শুধু মন চায়
নিভৃতে দু চারিটি কথা,
আছে যে প্রাণের রমনী তোমার
চোর কি বোঝে গৃহীর ব‍্যাথা ?

ধীরে ধীরে পাথর ও ক্ষয়ে যায়
এক সময় সেও চায় ক্ষমা হায়,
মরা মরা থেকে রত্নাকরের মুক্তি
রাম নামেই যত বাল্মীকি শক্তি।

কখনো কি জেনছিলে ওগো
একদিন আমি তোমারই হব,
পথ চলতে চলতে পথের শেষে
গোধূলি লগ্ন এলো অবশেষে।

।

©Swapan Dewanji

#sad_shayari সৃষ্টি।

16 Love

Trending Topic