White সৃষ্টি। পাথরে মাথার স্পর্শে পাথর হয় যায় দ | বাংলা ভালোবাসা Video

"White সৃষ্টি। পাথরে মাথার স্পর্শে পাথর হয় যায় দেবতা, আবার পাথরের বুকে জল ছোটে সৃষ্টি সেথা নদীর কুলুকুলু কবিতা। আমার স্পর্শে তোমার শিহরণ এরই নাম কি ভালোবাসার মরণ, নদীর বুকে যত পাথরের ঘর্ষন কবিতায় বলে ওরে তুই যৌবন। ভাটার টানে নাও চলেনা মাঝির বড়োই বেদনা, জীবন যখন জোয়ারে ভরা সব বেদনার তখন শুধুই খরা। সুন্দরী দেখিলেই শুধু মন চায় নিভৃতে দু চারিটি কথা, আছে যে প্রাণের রমনী তোমার চোর কি বোঝে গৃহীর ব‍্যাথা ? ধীরে ধীরে পাথর ও ক্ষয়ে যায় এক সময় সেও চায় ক্ষমা হায়, মরা মরা থেকে রত্নাকরের মুক্তি রাম নামেই যত বাল্মীকি শক্তি। কখনো কি জেনছিলে ওগো একদিন আমি তোমারই হব, পথ চলতে চলতে পথের শেষে গোধূলি লগ্ন এলো অবশেষে। । ©Swapan Dewanji "

White সৃষ্টি। পাথরে মাথার স্পর্শে পাথর হয় যায় দেবতা, আবার পাথরের বুকে জল ছোটে সৃষ্টি সেথা নদীর কুলুকুলু কবিতা। আমার স্পর্শে তোমার শিহরণ এরই নাম কি ভালোবাসার মরণ, নদীর বুকে যত পাথরের ঘর্ষন কবিতায় বলে ওরে তুই যৌবন। ভাটার টানে নাও চলেনা মাঝির বড়োই বেদনা, জীবন যখন জোয়ারে ভরা সব বেদনার তখন শুধুই খরা। সুন্দরী দেখিলেই শুধু মন চায় নিভৃতে দু চারিটি কথা, আছে যে প্রাণের রমনী তোমার চোর কি বোঝে গৃহীর ব‍্যাথা ? ধীরে ধীরে পাথর ও ক্ষয়ে যায় এক সময় সেও চায় ক্ষমা হায়, মরা মরা থেকে রত্নাকরের মুক্তি রাম নামেই যত বাল্মীকি শক্তি। কখনো কি জেনছিলে ওগো একদিন আমি তোমারই হব, পথ চলতে চলতে পথের শেষে গোধূলি লগ্ন এলো অবশেষে। । ©Swapan Dewanji

#sad_shayari সৃষ্টি।

People who shared love close

More like this

Trending Topic