White বুঝিনি কত নিষ্ঠুর। হ‍্যাঁ আমি বরাবর ভীষণ সৌ | বাংলা ভালোবাসা

"White বুঝিনি কত নিষ্ঠুর। হ‍্যাঁ আমি বরাবর ভীষণ সৌন্দর্যের পূজারি ছোট্ট থেকে সুন্দর প্রজাতির পিছনে ছুটেছি, উপভোগ করতাম ওরা যখন মধু খেতে বসত পেছন থেকে আস্তে আস্তে দু আঙ্গুল ধরতো। দূর থেকে মা চিৎকার করতেন ওরে ছাড় ছাড় মুখপুড়ি বড়ো হয়ে তোর আর বিয়ে যাবে মার, ফুলে মধু খাবার সময় প্রজাতিকে জ্বালাবি না তবে প্রজাপতি বর হয়ে কাছে আর আসবে না। মা যাই বলুক ওসব বুঝতামওনা,ছাড়তামওনা বরং কষ্ট হতো প্রজাপতি মধু খেয়ে নিতো বলে, ওদের ডানার রং দিয়ে কপালের টিপ পরতাম তারপর ডানাগুলোর রং তুলে উড়িয়ে দিতাম। এই ভাবে একদিন সাঙ্গ হল ছেলেবেলার খেলা তারপর চলে এলো কলেজে রঙিন বন্ধুর মেলা, ফুল হয়ে মাঝে থাকতাম,ঘিরে ধরত প্রজাপতি ভীষণ ভালো লাগতো কত হৃদয়ে আমি শ্রীমতি। ফুলের মত মধু বিলোবো ও বসবে আমার বুকে ফুলের মত সুখে রাখবো গন্ধ ছড়িয়ে চারিদিকে, এই ভাবেই জীবন গড়ি শুধু এক বাহারি বাগানে কিন্তু একি!কি স্বপ্ন দেখি এক নৃশংস আগমনে। মনে পড়ে যায় সেদিনের সেই যত নিষ্ঠুর খেলা এখন যদি আমায় নিয়ে চলে সেই পুরনো পালা, ছিঃছিঃ ভগবান কতনা ভূল করেছি,বুঝিনি সুখ এখন মধু দিতে প্রজাপতিরে,যতই থাকুক দুঃখ। ©Swapan Dewanji"

 White বুঝিনি কত নিষ্ঠুর।

হ‍্যাঁ আমি বরাবর ভীষণ সৌন্দর্যের পূজারি
ছোট্ট থেকে সুন্দর প্রজাতির পিছনে ছুটেছি,
উপভোগ করতাম ওরা যখন মধু খেতে বসত
পেছন থেকে আস্তে আস্তে দু আঙ্গুল ধরতো।

দূর থেকে মা চিৎকার করতেন ওরে ছাড় ছাড় 
মুখপুড়ি বড়ো হয়ে তোর আর বিয়ে যাবে মার,
ফুলে মধু খাবার সময় প্রজাতিকে জ্বালাবি না 
তবে প্রজাপতি বর হয়ে কাছে আর আসবে না।

মা যাই বলুক ওসব বুঝতামওনা,ছাড়তামওনা
বরং কষ্ট হতো প্রজাপতি মধু খেয়ে নিতো বলে,
ওদের ডানার রং দিয়ে কপালের টিপ পরতাম
তারপর ডানাগুলোর রং তুলে উড়িয়ে দিতাম।

এই ভাবে একদিন সাঙ্গ হল ছেলেবেলার খেলা
তারপর চলে এলো কলেজে রঙিন বন্ধুর মেলা,
ফুল হয়ে মাঝে থাকতাম,ঘিরে ধরত প্রজাপতি
ভীষণ ভালো লাগতো কত হৃদয়ে আমি শ্রীমতি।

ফুলের মত মধু বিলোবো ও বসবে আমার বুকে
ফুলের মত সুখে রাখবো গন্ধ ছড়িয়ে চারিদিকে,
এই ভাবেই জীবন গড়ি শুধু এক বাহারি বাগানে
কিন্তু একি!কি স্বপ্ন দেখি এক নৃশংস আগমনে।

মনে পড়ে যায় সেদিনের সেই যত নিষ্ঠুর খেলা
এখন যদি আমায় নিয়ে চলে সেই পুরনো পালা, 
ছিঃছিঃ ভগবান কতনা ভূল করেছি,বুঝিনি সুখ
এখন মধু দিতে প্রজাপতিরে,যতই থাকুক দুঃখ।

©Swapan Dewanji

White বুঝিনি কত নিষ্ঠুর। হ‍্যাঁ আমি বরাবর ভীষণ সৌন্দর্যের পূজারি ছোট্ট থেকে সুন্দর প্রজাতির পিছনে ছুটেছি, উপভোগ করতাম ওরা যখন মধু খেতে বসত পেছন থেকে আস্তে আস্তে দু আঙ্গুল ধরতো। দূর থেকে মা চিৎকার করতেন ওরে ছাড় ছাড় মুখপুড়ি বড়ো হয়ে তোর আর বিয়ে যাবে মার, ফুলে মধু খাবার সময় প্রজাতিকে জ্বালাবি না তবে প্রজাপতি বর হয়ে কাছে আর আসবে না। মা যাই বলুক ওসব বুঝতামওনা,ছাড়তামওনা বরং কষ্ট হতো প্রজাপতি মধু খেয়ে নিতো বলে, ওদের ডানার রং দিয়ে কপালের টিপ পরতাম তারপর ডানাগুলোর রং তুলে উড়িয়ে দিতাম। এই ভাবে একদিন সাঙ্গ হল ছেলেবেলার খেলা তারপর চলে এলো কলেজে রঙিন বন্ধুর মেলা, ফুল হয়ে মাঝে থাকতাম,ঘিরে ধরত প্রজাপতি ভীষণ ভালো লাগতো কত হৃদয়ে আমি শ্রীমতি। ফুলের মত মধু বিলোবো ও বসবে আমার বুকে ফুলের মত সুখে রাখবো গন্ধ ছড়িয়ে চারিদিকে, এই ভাবেই জীবন গড়ি শুধু এক বাহারি বাগানে কিন্তু একি!কি স্বপ্ন দেখি এক নৃশংস আগমনে। মনে পড়ে যায় সেদিনের সেই যত নিষ্ঠুর খেলা এখন যদি আমায় নিয়ে চলে সেই পুরনো পালা, ছিঃছিঃ ভগবান কতনা ভূল করেছি,বুঝিনি সুখ এখন মধু দিতে প্রজাপতিরে,যতই থাকুক দুঃখ। ©Swapan Dewanji

#sad_quotes বুঝিনি কত নিষ্ঠুর।

People who shared love close

More like this

Trending Topic