White ছিন্ন।
বার বার তোমায় বলি
আমি তোমায় ছেড়ে যাবো না,
এ জগতে তুমি ছাড়া
কারো কাছে আমি থাকবো না।
ওরে মা অমন বলতে নেই
এতে যে পৃথিবীর অকল্যাণ,
নতুন আরেক পৃথিবী গড়তে
তোরাই যে আগুয়ান।
তোরাই পৃথিবীর শ্রেষ্ঠ বীর
ভালোবাসায় করিস জয়,
তোদের ধৈর্যে তোদের বুদ্ধিতে
মানুষে মানুষে বন্ধন হয়।
সবাই তো সব কিছু পারে
পারে না শুধু জন্ম দিতে,
সন্তান জনমের মা হয়ে
পারে কী পৃথিবীর শ্রেষ্ঠ হতে ?
মাগো সব মানছি সব বুঝছি
তবু কেন মাতৃ হত্যা,
এতো যে করে তার সাথে কখনো
এমন ভাবে শত্রুতা।
প্রতিদিন দেখ এ ভূমি পরে
যত সুখ নেয় ওরা নারীর ঘরে,
অথচ আবার সেই নারীকেই
কখনো ধর্ষণ,কখনো পন্য করে।
এটাই তো মা আমাদের কাল
যুগ যুগ ধরে মোদের রক্তে লাল,
আর না মা যে যেখানে আছিস
প্রতিবাদে হোক ছিন্ন,যত শয়তান জাল।
©Swapan Dewanji
#sad_qoute ছিন্ন।