Abhinabo

Abhinabo

  • Latest
  • Popular
  • Video

White নিজের চোখে স্বচ্ছ নিজেই। নোংরা সে তো পাশের জন। চোখটা নেহাত আয়না বিহীন! মিথ্যে মায়ায় অবগাহন। ©Abhinabo

#কবিতা #election_2024  White নিজের চোখে স্বচ্ছ নিজেই।
নোংরা সে তো পাশের জন।
চোখটা নেহাত আয়না বিহীন!
মিথ্যে মায়ায় অবগাহন।

©Abhinabo

এক সমুদ্র দাবানল করেছি নিঃশেষ। এখনো কি রয়ে গেছে ভগ্ন অবশেষ? হৃদয় পোড়া গন্ধকে নাকি লোকে বলে শোক! দগ্‌দগে ঘায়ে শুধু তুমিই প্রতিশেধক। ©Abhinabo

#কবিতা #SAD  এক সমুদ্র দাবানল করেছি নিঃশেষ।
এখনো কি রয়ে গেছে ভগ্ন অবশেষ?
হৃদয় পোড়া গন্ধকে নাকি লোকে বলে শোক!
দগ্‌দগে ঘায়ে শুধু তুমিই প্রতিশেধক।

©Abhinabo

#SAD

10 Love

জীবনযুদ্ধে হার না মানা আমি, এখন আমার ঘরের কোণে ঠাঁই। স্বপ্নগুলো দুমরে-মুচড়ে ভেঙে, নিঃস হেথায় আকাশ পানে চাই। একদিন সব বাধা-বিপত্তি ভেঙে_ ছুঁয়ে গেলে আমার লাসের কাঁথা। অন্তরঙ্গ খুব বেশি আজ হলে, চমকে উঠে লুটিয়ে পড়ে মাথা। শূন্য যদি ,র‌ইবে কত শূন্য? একাকিত্ব কাটবে একদিন। সংসারের এই নিয়ম কানুন সঠিক। অন্ধকার আর আলোর ফারাক ক্ষীণ। ©Abhinabo

#কবিতা #lamp  জীবনযুদ্ধে হার না মানা আমি,
এখন আমার ঘরের কোণে ঠাঁই।
স্বপ্নগুলো দুমরে-মুচড়ে ভেঙে,
নিঃস হেথায় আকাশ পানে চাই। 

একদিন সব বাধা-বিপত্তি ভেঙে_
ছুঁয়ে গেলে আমার লাসের কাঁথা।
অন্তরঙ্গ খুব বেশি আজ হলে,
চমকে উঠে লুটিয়ে পড়ে মাথা। 

শূন্য যদি ,র‌ইবে কত শূন্য?
একাকিত্ব কাটবে একদিন।
সংসারের এই নিয়ম কানুন সঠিক।
অন্ধকার আর আলোর ফারাক ক্ষীণ।

©Abhinabo

#lamp

9 Love

ধুলো মাখা মন    জানে শুধু কোন্ কালবৈশাখী। এসেছিল সেই       ভরদুপুরে দেয়নি ফাঁকি। পথ চেয়ে ওই     তোমার আশায় আমি মশগুল। এলিয়ে দিয়ে  ঝুল-বারান্দায় এলোমেলো চুল। ©Abhinabo

#কবিতা #Sunrise  ধুলো মাখা মন     জানে শুধু কোন্
কালবৈশাখী।
এসেছিল সেই            ভরদুপুরে
দেয়নি ফাঁকি।
পথ চেয়ে ওই     তোমার আশায় 
আমি মশগুল।
এলিয়ে দিয়ে      ঝুল-বারান্দায় 
এলোমেলো চুল।

©Abhinabo

#Sunrise

11 Love

গগনে উঠিল রবি , বাতাসে ভাসিল সুর। ডালে ডালে কুহু রব, বসন্ত নাহি দূর।। এসো সখি খোলো দোর, নাহি লাজ নাহি ভয়। রঙের উৎসব আজি, রাঙাবো হৃদয়।। ©Abhinabo

#কবিতা #Holi  গগনে উঠিল রবি , বাতাসে ভাসিল সুর।
ডালে ডালে কুহু রব, বসন্ত নাহি দূর।।
এসো সখি খোলো দোর, নাহি লাজ নাহি ভয়।
রঙের উৎসব আজি, রাঙাবো হৃদয়।।

©Abhinabo

#Holi

15 Love

Red sands and spectacular sandstone rock formations মানুষ চেনা ভীষণ কঠিন, হয়তো তারা সোলমেট। আজকে যাকে বাসবে ভালো, কালকে করবে মাথা হেঁট। বাস্তবে তাই সবাই যখন জটিল হতে ছুটছে রেস। একতরফা বোকা যারা মিথ্যে মায়ায় পিষছে বেশ। কেউ আসবে হাসিমুখে, কার‌ও আবার অবুঝ ভাব। কেউ বা আবার স্বার্থ বুঝে_ করবে নাটক, খুঁজবে লাভ। সবার মাঝে কিছু আবার_ সাজবে তারা নিজের মানুষ। পেছন ফিরে তাকিয়ে দেখো, অন্য কোথাও তোমায় নিয়েই, নিন্দে জুড়ে ভারি খুশ। এসব ছেড়ে একাই থাকো, একাই না হয় হাঁটবে পথ। এই দুনিয়ায় সবাই না হোক, গুটিকয়েক থাকবে সৎ। ©Abhinabo

#কবিতা #Sands  Red sands and spectacular sandstone rock formations মানুষ চেনা ভীষণ কঠিন,
হয়তো তারা সোলমেট।
আজকে যাকে বাসবে ভালো,
কালকে করবে মাথা হেঁট।
বাস্তবে তাই সবাই যখন জটিল হতে ছুটছে রেস।
একতরফা বোকা যারা মিথ্যে মায়ায় পিষছে বেশ।
কেউ আসবে হাসিমুখে,
কার‌ও আবার অবুঝ ভাব।
কেউ বা আবার স্বার্থ বুঝে_
করবে নাটক, খুঁজবে লাভ।
সবার মাঝে কিছু আবার_
সাজবে তারা নিজের মানুষ।
পেছন ফিরে তাকিয়ে দেখো,
অন্য কোথাও তোমায় নিয়েই,
নিন্দে জুড়ে ভারি খুশ।
এসব ছেড়ে একাই থাকো,
একাই না হয় হাঁটবে পথ।
এই দুনিয়ায় সবাই না হোক,
গুটিকয়েক থাকবে সৎ।

©Abhinabo

#Sands

17 Love

Trending Topic