Red sands and spectacular sandstone rock formations মানুষ চেনা ভীষণ কঠিন,
হয়তো তারা সোলমেট।
আজকে যাকে বাসবে ভালো,
কালকে করবে মাথা হেঁট।
বাস্তবে তাই সবাই যখন জটিল হতে ছুটছে রেস।
একতরফা বোকা যারা মিথ্যে মায়ায় পিষছে বেশ।
কেউ আসবে হাসিমুখে,
কারও আবার অবুঝ ভাব।
কেউ বা আবার স্বার্থ বুঝে_
করবে নাটক, খুঁজবে লাভ।
সবার মাঝে কিছু আবার_
সাজবে তারা নিজের মানুষ।
পেছন ফিরে তাকিয়ে দেখো,
অন্য কোথাও তোমায় নিয়েই,
নিন্দে জুড়ে ভারি খুশ।
এসব ছেড়ে একাই থাকো,
একাই না হয় হাঁটবে পথ।
এই দুনিয়ায় সবাই না হোক,
গুটিকয়েক থাকবে সৎ।
©Abhinabo
#Sands