আকাশে বাতাসে যে ভাসে
মেঘের ভেলায় প্রতিচ্ছবি
বুকের মাঝে একটাই নাম
এ হৃদয় জুড়ে রবীন্দ্রনাথ।
গানে গানে বেলা যে টানে
আলোয় আলোয় আলোকিত
বুকের মাঝে একটাই নাম
এ হৃদয় জুড়ে রবীন্দ্রনাথ।
শান্ত স্নিগ্ধ শীতল ছায়ায়
একটুকুতেই স্বস্তির নিঃশ্বাস
বুকের মাঝে একটাই নাম
এ হৃদয় জুড়ে রবীন্দ্রনাথ।
©সৌরভ পাত্র
এ হৃদয় জুড়ে রবীন্দ্রনাথ