তাকিয়ে থাকি অগোছালে ,
তাকিয়ে থাকি প্রেমিক মুখ ;
তাকিয়ে থেকো , এমনি দেখো ,
তাকিয়ে থাকায় হাজার সুখ |
তাকিয়ে থাকায় মুগ্ধ হওয়া ,
তাকিয়ে থাকায় দিনবদল ;
চোখের কোণে হাসির ছিটেয়
ভেজে প্রাণের দুর্বাদল ।
তাকিয়ে থাকে বাসের স্ট্যান্ড
রোজ বিকেলের রুবি রায়ে ,
তাকিয়ে থাকে ট্রামের চাকা
শহরের কোনো বনলতায় ।
আমারও তেমন রোজের হিসেব ,
তাকিয়ে থাকি কিছুক্ষণ ,
আবদার শুনি মনের আবার -
তাকিয়ে থাকি অনেকক্ষণ ।
মনে হয় ভাবি যুদ্ধ বেড়াব
গোলাপের হবে অস্ত্র সব ,
প্রেমের কাঠিতে বাজবে দামামা
মিলনের হবে মহোৎসব ।
পাশের ঘোড়ায় দেখবো তখনও ,
কেমন তোমার মধুর বেশ ;
কাল ঘুরে যাবে , যুগ চলে যাবে ,
দেখার তবুও হবে না শেষ |
©Ayan
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here