ভালোবাসা কারবারে মনখানি নিয়োজিত ,
লোসকান এতে নেই কিছু ;
মালার ফুলের মত একসাথে গেঁথে নিলে
দুঃখেরা ছাড়বে যে পিছু ।
দরকার কিবা ভাই মলাটের ছেঁড়া ভাগে
পশুদের মত কিছু হয়ে ,
তার থেকে হাতে হাত , সকলের দিয়ে সাথ
জিতে যাবো সব কিছু সয়ে ।
তাই আজ শেষপাতে খুশিদের বিচরণ ,
তুলে দিক সব মুখে হাসি ,
বছর নতুন যেন মুছে দেয় কালোকে ,
জীর্ণ যা ছিলো সব বাসি ।
সকলের ইচ্ছেটা ফানুসের মত যেন
মহাকাশে উড়ে যায় দূরে ,
নতুন বছরে তাই শুভেচ্ছা এই যে
খুশি থাক প্রাণ মন জুড়ে ।
©Ayan