সেই রাজা, সেনাপতি সেই-ই যে আবার , চিতার মতো সবজে গালচে করে যে কাবার । বামে মারে দুনিয়াটাকে গোলের ভিতর , নেই রে সুযোগ কারোর কাছে এড়িয়ে যাবার । উড়ছে সাদা-নীলের ডোরা বাতাসে চড়ে , ধুলো করে ছুটছে জীবন দশ নম্বরে । সাধারণের বুকের পাটা শক্ত করে দেয় , সিংহভাগই সিংহ সে যে নামের ভিতরে । ©Ayan #messi Quotes, Shayari, Story, Poem, Jokes, Memes On Nojoto