শিল্পীর শিল্প ছুঁয়ে যায় সকলের মন,
কিন্তু শিল্পীর কষ্টের দাম সেই শূন্য।
শিল্পীর শিল্প নিয়ে আসে হাজার করতালি, প্রশংসার ঝুড়ি,
কিন্তু দিন শেষে শিল্পীর সময়ের দাম আবারো সেই শূন্য।
শিল্পীরা সবাই তো আর বড়লোক হয়না,
শিল্পীর ও যে পেটের দায় আছে তা কি করতে পারো মানা!
জন্ম সূত্রে স্যালিব্রিটি তো হাতে গোনা কয়েকজন,
পেছনের দরজাটাও তো সব শিল্পীদের থাকেনা জানা।
বিনে পয়সার দুনিয়া তো না ভায়া এটা,
না তো এক টাকার রয়েছে আজ জগত!
শিল্পীর শিল্পের যদি না পারো দিতে সঠিক সাম্মানিক,
তাহলে শিল্প বেঁচে বন্ধ করো ব্যবসার সহজ পথ।
শিল্পীরা সবাই ভেবে দেখুন,
শিল্প রপ্ত করতে ফেলতে হয়েছে কতো মাথার ঘাম,
তবে কেনো বিনা সাম্মানিকে বিলিয়ে চলো মহামূল্য শিল্প!
অপেক্ষা করো , ধৈর্য্য ধরো, একদিন সত্যিই পাবে তোমার সঠিক দাম।
@বৈশাখী
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here