পূবের হাওয়া ডাকছে আমায়, অভিমানী মেঘ গায়ে মেখে,
শান্ত, স্থবির মন দরিয়ায়, কালবৈশাখীর আভাস দেখে!
গুমোট করা মনের আকাশ, নোনাধরা দামাল বাতাস,
চিবুক ছুঁয়ে উষ্ণ শ্বাস, মনকেমনের দিচ্ছে আভাস!
স্মৃতির জাহাজ নোঙর ফেলে, হতাশার ওই সাগর পাড়ে;
শেষ বিকেলের বিদায়ী রোদের, রক্তিম আভায় ক্লান্তি বাড়ে।
-বৈশাখী
#alone