বাসে সফর করার সময় অনেক সহযাত্রীরাই আপনার সাথে কিছু পথ একসাথে চলার পর যে যার গন্তব্যে নেমে পরে। এতে কি আপনার চলা থেমে যায়?
নাহ, আপনি চলতেই থাকেন আপনার গন্তব্যের উদ্দেশ্যে। কিছু সহযাত্রী যেমন নেমে পরে ঠিক তেমনি কিছু নতুন সহযাত্রী ও এসে পুরোনোদের শূন্যস্থান টা দখল করে নেয়। সেই সহযাত্রীদের কয়েকজনের সাথে হয়তো আপনার বেশ আলাপচারিতা ও জমে ওঠে কখনো। কিন্তু ওরা নেমে পরার পর কি আপনার সফর থেমে যায়?আপনি অশান্ত হয়ে যান?নিশ্চয়ই না, কারণ আপনি যানেন, ওরা নেমে যাওয়ার জন্যই সফরে আপনার সহযাত্রী হয়ে এসেছে। কেউ অল্প দূর অবধি যায় আবার কেউ নিকটেই নেমে পরে।আপনি এই সত্যিটা জানেন বলেই আপনি এই পুরো বিষয়টাকে আবেগ দিয়ে মেপে দেখেননা, তাই আপনার কষ্ট ও পেতে হয়না।
জীবন এর সফর টিও তদ্রূপ। সবাই চলে যাওয়ার জন্যই সহযাত্রী হয়। কেউ অনেকটা পথ যায়, কেউ আগেই ছেড়ে যায়। তাই জীবনের এই সত্যিটিকে মেনে নিয়ে আবেগপ্রবণ না হয় শুধু চলতে থাকুন। সুখী থাকবেন।
সহযাত্রী হয়ে চলুন কিন্তু নিজেকে জড়িয়ে নয়,নিজেকে ভাসিয়ে!
@বৈশাখী
#Night