Avijit Srimani ✍️

Avijit Srimani ✍️ Lives in Kolkata, West Bengal, India

  • Latest
  • Popular
  • Video

মানবিকতায় মেঘ জমেছে মনুষ্যত্ব গেছে পাটে, যাস না খুকু জল আনতে পদ্মদিঘির ঘাটে। পদ্মদিঘির কালো জলে হাজার রকম কীট, হাঁটুর ওপর দংশাবে তোর আঁচড়ে দেবে পিঠ...

 মানবিকতায় মেঘ জমেছে
মনুষ্যত্ব গেছে পাটে,
যাস না খুকু জল আনতে
পদ্মদিঘির ঘাটে।

পদ্মদিঘির কালো জলে
হাজার রকম কীট,
হাঁটুর ওপর দংশাবে তোর
আঁচড়ে দেবে পিঠ...

মানবিকতায় মেঘ জমেছে মনুষ্যত্ব গেছে পাটে, যাস না খুকু জল আনতে পদ্মদিঘির ঘাটে। পদ্মদিঘির কালো জলে হাজার রকম কীট, হাঁটুর ওপর দংশাবে তোর আঁচড়ে দেবে পিঠ...

9 Love

'কর্মই ধর্ম' যে সব মানুষ কাজ করে মনে প্রানে, একাগ্রচিত্তে, নিজেকে বিশ্বাস করে, নিজের পরিকল্পনায় ভরসা রাখে, তাদের স্বপ্ন কখনো ব্যর্থ হয় না। সফল সে হবেই হবে...

#জীবন  'কর্মই ধর্ম'

যে সব মানুষ কাজ করে মনে প্রানে, একাগ্রচিত্তে, নিজেকে বিশ্বাস করে,
নিজের পরিকল্পনায় ভরসা রাখে,
তাদের স্বপ্ন কখনো ব্যর্থ হয় না।
সফল সে হবেই হবে...

একবার শিব্রাম ঠিক করলেন বাঘ শিকার করতে যাবেন। বোন বিনিকে বললেন - একটা লিস্ট কর, আমি কি কি সঙ্গে নিয়ে যাব। বিনি কাগজ কলম নিয়ে এসে বলল - 'বলো'। শিবরাম বললেন - প্রথমেই লেখ এক ডজন আন্ডারওয়্যার। বিনি বলল - সেকি ! এতো আন্ডারওয়্যার দিয়ে কি হবে !!! শিবরাম বললেন - আরে বাবা, বাঘ কি একবারই ডাকবে ? 😜😉😝😛🤪🤣🙄😂

#peace  একবার শিব্রাম ঠিক করলেন বাঘ শিকার করতে যাবেন। 

বোন বিনিকে বললেন - একটা লিস্ট কর, আমি কি কি সঙ্গে নিয়ে যাব। 

বিনি কাগজ কলম নিয়ে এসে বলল  -  'বলো'।

শিবরাম বললেন - প্রথমেই লেখ এক ডজন আন্ডারওয়্যার। 

বিনি বলল - সেকি ! এতো আন্ডারওয়্যার দিয়ে কি হবে !!! 

শিবরাম বললেন - আরে বাবা, বাঘ কি একবারই ডাকবে ?

😜😉😝😛🤪🤣🙄😂

শিব্রাম #peace

7 Love

হঠাৎ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিলো মন, ব্যর্থ দুচোখ তোমার খোঁজে ভেজায় চোখের কোণ। সিক্ত দেহে রিক্ত হৃদয়ে তোমারই মর্মগাথা, কোন অপরাধে ত্যাজিলে প্রিয়া! আমার প্রাণের ছাতা! 😭

#5words #poem  হঠাৎ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিলো মন,
ব্যর্থ দুচোখ তোমার খোঁজে
ভেজায় চোখের কোণ।

সিক্ত দেহে রিক্ত হৃদয়ে তোমারই মর্মগাথা,
কোন অপরাধে ত্যাজিলে প্রিয়া!
আমার প্রাণের ছাতা!

😭

বৃষ্টি #5words

10 Love

দোকানে গিয়ে বললাম “৭৪২ টা মুসুর ডাল দাও তো।” ছেলেটি কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল। অবাক হয়ে বললাম “এখানে ৭৪২ টা আছে?” ছেলেটি বলল “বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার বাবা গুনে দেখেছেন কেজিতে ৩৭১০টা হয়।সেই হিসাবে ২০০ গ্ৰামে ৭৪২ টা হবে।" আপ্লুত হয়ে আমি জিজ্ঞেস করলাম, “কী করেন তোমার বাবা?” দোকানদার বলল “বাবা রিটার্য়াড বামপন্থী। পার্টি অফিসের ঝাঁপ বন্ধ। পাড়ায় কেউ কথা বলে না। তাই বাড়িতেই এই সব করেন। মুসুর ডাল শেষ করে এখন কালোজিরে ধরেছেন।"

#RABINDRANATHTAGORE  দোকানে গিয়ে বললাম “৭৪২ টা মুসুর ডাল দাও তো।”
ছেলেটি কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।
অবাক হয়ে বললাম “এখানে ৭৪২ টা আছে?”

ছেলেটি বলল “বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার বাবা গুনে দেখেছেন কেজিতে ৩৭১০টা হয়।সেই হিসাবে ২০০ গ্ৰামে ৭৪২ টা হবে।"

আপ্লুত হয়ে আমি জিজ্ঞেস করলাম,
“কী করেন তোমার বাবা?”

দোকানদার বলল “বাবা রিটার্য়াড বামপন্থী।  পার্টি অফিসের ঝাঁপ বন্ধ। পাড়ায় কেউ কথা বলে না। তাই বাড়িতেই এই সব করেন। মুসুর ডাল শেষ করে এখন কালোজিরে ধরেছেন।"

মুসুর #RABINDRANATHTAGORE

10 Love

"লিপ-ইয়ার" ************* প্রতি মাসের মতো আজকেও কুমুদ টাকাটা গুনে নিলো বটে কিন্তু মুখটা কেমন যেন একটু গম্ভীর। 'সিঁদুরে মেঘ' দেখে জিগ্গেস করলাম, 'কিরে, কম দিলাম নাকি!' @Avijit Srimani আমায় আশ্বস্ত করে কুমুদ জবাব দিল, 'না ছোড়দা, এই একটা মাসেই যা দুদিন কম কাজ করে পুরো মাইনে পাই। ভগমানের তাও সহ্য হলো না। এ বছর একটা দিন বাড়িয়ে দিলো। শত্তুর, ভগমানও আমার শত্তুর, বুঝলে ছোড়দা।'

#Leap_year  "লিপ-ইয়ার"
*************

প্রতি মাসের মতো আজকেও কুমুদ টাকাটা গুনে নিলো বটে কিন্তু মুখটা কেমন যেন একটু গম্ভীর। 'সিঁদুরে মেঘ' দেখে জিগ্গেস করলাম, 'কিরে, কম দিলাম নাকি!'
@Avijit Srimani
আমায় আশ্বস্ত করে কুমুদ জবাব দিল, 'না ছোড়দা, এই একটা মাসেই যা দুদিন কম কাজ করে পুরো মাইনে পাই। ভগমানের তাও সহ্য হলো না। এ বছর একটা দিন বাড়িয়ে দিলো। শত্তুর, ভগমানও আমার শত্তুর, বুঝলে ছোড়দা।'

#Leap_year

9 Love

Trending Topic