Shohidullah kabbo khotha

Shohidullah kabbo khotha Lives in Dhaka, Dhaka Division, Bangladesh

কবি ও সংগঠক- মোঃ শহীদুল্লাহ সরকার।। প্রাম- পশ্চিম ছবিলাপুর - পো- কাহেত পাড়া বাজার।থানা- মেলান্দহ।জেলা - জামালপুর- বাংলাদেশ।

https://photos.app.goo.gl/j8wZe23Perdb4ni76

  • Latest
  • Popular
  • Video
#কবিতা

কবিতা -সোনা বউ। লেখক - শামীমা খালিদ শাম্মী। আবৃত্তি শহীদুল্লাহ সরকার।

210 View

#জ্ঞান #এক #boat   #এক নজরে ঘুরে আসি।।
******************************************
মোঃ শহীদুল্লাহ সরকার।।
জামালপুর - বাংলাদেশ।।
তারিখ -08/04/2023 ইং।
****************************************
কিছু ভালোবাসা তুমি,
চিরদিনের জন্য  বিসর্জন দাও,
যার ভালোবাসা তোমাকে,
 আনন্দের চেয়ে  কষ্ট দেয় বেশি,।
কিছু ভালোবাসা কুড়িয়ে নাও
যারা ভালোবাসা তোমাকে,
সর্বদাই কষ্টের চেয়ে 
তোমাকে  আনন্দ  দেয় বেশি,।
 কিছু সম্পর্ক ত্যাগ করো,
যারা কোনদিন তোমার কোন ;
উপকারে আসেনা বা আসবেনা 
 বরং সদায় তোমার ক্ষতি করে,
কিছু সম্পর্ক তুমি  ধরে রাখো,
 যারা তোমার উপকার বীনে,
কোনদিন ক্ষতি করবেনা।।
******************************************
পরিনামে তুমি একজন সুখী স্বাবলম্বী মানুষ হবে।।

©Shohidullah kabbo khotha

#boat #এক নজরে ঘুরে আসি।। ****************************************** মোঃ শহীদুল্লাহ সরকার।। জামালপুর - বাংলাদেশ।। তারিখ -08/04/2023 ইং। **************************************** কিছু ভালোবাসা তুমি, চিরদিনের জন্য বিসর্জন দাও,

256 View

#কবিতা

কবিতা - মায়ের মমতা

132 View

#কবিতা

শান্তি কামী শাষক। লেখক - মোঃ শহীদুল্লাহ সরকার।

114 View

#কবিতা  আমি শহীদুল্লাহ 
 **************************************
               লেখক, এস, এম, শহীদুল্লাহ 
**************************************
যেদিন আমি  হারিয়ে  যাবো, 
                 তোমাদের সবার মাঝে থেকে, 
সেদিন  তোমরা  হারাবে না আমায় ,
             হারাবে  কোন এক শহীদুল্লাহকে।

 আমি  সত্য এক ন্যয়  নিষ্ঠাবান, 
             ন্যায়নীতির  আদর্শে  জীবন গড়া, 
আমি এক পর  দুঃখ  কাতর,
                 অন্যের  ব্যথায় আমি  ব্যথিত।

অন্যের  দুঃখ কষ্ট  কে আমি,
                        সদা নিজের  দুঃখ  ভাবি,
আমি সকলের ব্যথায় ব্যথিত,
                     আমি যেন মানবতার কবি।

বন্ধু  বান্ধব আত্বীয়  স্বজন, 
                 হোক  না কেউ  শক্রুর  মতোন,
আমি সকলের তরে নিবেদিত,
                      আমি চাই সকলে হাসিখুশি।

কেউ যেন আমার শক্র নয়,
                    সবাই আমার আপনজন হয়,
আমি সকলের বন্ধনে বধির্ত,
                     সকলের জীবনে হোক জয়।
                 আমার  উপর  পরাক্রমন ,

আমি বীর বিক্রমে  তৈমুরের  মতো ,
        পরাক্রমশালীতায় ঝাপিয়ে  পরতাম,
যেখানে অন্যায়ের কষাঘাত,
                সেখানেই আমি করি প্রতিঘাত।

হোক না  সে  যতোই  শক্তিশালী ,
                   আঘাতে  নয়  কখনো  তাকে ,
ভালোবাসার  বিনিময়ে  সদায়,
                          মন জয়  করি  প্রতিপদে।

©Shohidullah kabbo khotha

মোঃ শহীদুল্লাহ

170 View

#কবিতা #আমি #KiaraSid  #আমি আজও বার বার,
তোমাকে  ভালোবাসতে গিয়ে হোচট খাই,
তবুও তোমাকেই ভালোবাসি,
আমি আজও বার বার,
 তোমাকে ভালোবাসতে গিয়ে যদিও-
 শত ব্যথা শত কষ্ট পাই,
তবুও তোমাকে ভালোবেসে যাই।
**************************************
এস এম শহীদুল্লাহ সরকার

©Shohidullah kabbo khotha

#KiaraSid #আমি আজও বার বার, তোমাকে ভালোবাসতে গিয়ে হোচট খাই, তবুও তোমাকেই ভালোবাসি, আমি আজও বার বার, তোমাকে ভালোবাসতে গিয়ে যদিও- শত ব্যথা শত কষ্ট পাই, তবুও তোমাকে ভালোবেসে যাই। **************************************

494 View

Trending Topic