আমি শহীদুল্লাহ 
 *********************************
  • Latest
  • Popular
  • Video
#কবিতা  আমি শহীদুল্লাহ 
 **************************************
               লেখক, এস, এম, শহীদুল্লাহ 
**************************************
যেদিন আমি  হারিয়ে  যাবো, 
                 তোমাদের সবার মাঝে থেকে, 
সেদিন  তোমরা  হারাবে না আমায় ,
             হারাবে  কোন এক শহীদুল্লাহকে।

 আমি  সত্য এক ন্যয়  নিষ্ঠাবান, 
             ন্যায়নীতির  আদর্শে  জীবন গড়া, 
আমি এক পর  দুঃখ  কাতর,
                 অন্যের  ব্যথায় আমি  ব্যথিত।

অন্যের  দুঃখ কষ্ট  কে আমি,
                        সদা নিজের  দুঃখ  ভাবি,
আমি সকলের ব্যথায় ব্যথিত,
                     আমি যেন মানবতার কবি।

বন্ধু  বান্ধব আত্বীয়  স্বজন, 
                 হোক  না কেউ  শক্রুর  মতোন,
আমি সকলের তরে নিবেদিত,
                      আমি চাই সকলে হাসিখুশি।

কেউ যেন আমার শক্র নয়,
                    সবাই আমার আপনজন হয়,
আমি সকলের বন্ধনে বধির্ত,
                     সকলের জীবনে হোক জয়।
                 আমার  উপর  পরাক্রমন ,

আমি বীর বিক্রমে  তৈমুরের  মতো ,
        পরাক্রমশালীতায় ঝাপিয়ে  পরতাম,
যেখানে অন্যায়ের কষাঘাত,
                সেখানেই আমি করি প্রতিঘাত।

হোক না  সে  যতোই  শক্তিশালী ,
                   আঘাতে  নয়  কখনো  তাকে ,
ভালোবাসার  বিনিময়ে  সদায়,
                          মন জয়  করি  প্রতিপদে।

©Shohidullah kabbo khotha

মোঃ শহীদুল্লাহ

170 View

Trending Topic