#এক নজরে ঘুরে আসি।।
******************************************
মোঃ শহীদুল্লাহ সরকার।।
জামালপুর - বাংলাদেশ।।
তারিখ -08/04/2023 ইং।
****************************************
কিছু ভালোবাসা তুমি,
চিরদিনের জন্য বিসর্জন দাও,
যার ভালোবাসা তোমাকে,
আনন্দের চেয়ে কষ্ট দেয় বেশি,।
কিছু ভালোবাসা কুড়িয়ে নাও
যারা ভালোবাসা তোমাকে,
সর্বদাই কষ্টের চেয়ে
তোমাকে আনন্দ দেয় বেশি,।
কিছু সম্পর্ক ত্যাগ করো,
যারা কোনদিন তোমার কোন ;
উপকারে আসেনা বা আসবেনা
বরং সদায় তোমার ক্ষতি করে,
কিছু সম্পর্ক তুমি ধরে রাখো,
যারা তোমার উপকার বীনে,
কোনদিন ক্ষতি করবেনা।।
******************************************
পরিনামে তুমি একজন সুখী স্বাবলম্বী মানুষ হবে।।
©Shohidullah kabbo khotha
#boat #এক নজরে ঘুরে আসি।।
******************************************
মোঃ শহীদুল্লাহ সরকার।।
জামালপুর - বাংলাদেশ।।
তারিখ -08/04/2023 ইং।
****************************************
কিছু ভালোবাসা তুমি,
চিরদিনের জন্য বিসর্জন দাও,