Prasenjit Kanrar

Prasenjit Kanrar

  • Latest
  • Popular
  • Video

দেহের ভিতর মন আছে বুঝে কি লাভ তাই আড়ি। হাত যদি না হয় তলোয়ার শরীর নাকি বারোয়ারি। ©Prasenjit Kanrar

#কবিতা #Death  দেহের ভিতর মন আছে
বুঝে কি লাভ তাই আড়ি।
  হাত যদি না হয় তলোয়ার 
শরীর নাকি বারোয়ারি।

©Prasenjit Kanrar

#Death

0 Love

যে ছেলেটা আমার জন্য মরতে ছিল রাজী সে এখন অন্য কারো আজই। যে ছেলেটা রাত জাগা এক পাখী, সেই ছেলেকে চোখের জলে আঁকি। যে ছেলেটার স্বপ্ন গুলো আমার, তখন সোনা বলতো আমায়,এখন আমি তামার। যে ছেলেটার র প্রশ্ন ছিল আমায় ঘিরে অনেক, উত্তর সে পায়নি বলে ঘনিয়ে ছিল মেঘ। অভিমানী হলে ই কথায় কথায় গলিয়ে দিতো মন অভিমান টা আজও বুকের মাঝে করে আন্দোলন। যে ছেলেটা আমার জন্য রোজ আনতো ফুল, বলেই খালাস ভালোবেসে আমায় নাকি করেছে সে ভুল। ©Prasenjit Kanrar

#কবিতা #alalone  যে ছেলেটা আমার জন্য  মরতে ছিল রাজী 
সে এখন অন্য কারো আজই।
যে ছেলেটা রাত জাগা এক পাখী,
সেই ছেলেকে চোখের জলে আঁকি।
যে ছেলেটার স্বপ্ন গুলো আমার,
 তখন সোনা বলতো আমায়,এখন আমি তামার।
যে ছেলেটার র প্রশ্ন ছিল  আমায় ঘিরে অনেক,
উত্তর সে পায়নি  বলে   ঘনিয়ে ছিল মেঘ।
অভিমানী হলে ই কথায় কথায় গলিয়ে দিতো মন 
 অভিমান টা আজও বুকের মাঝে করে আন্দোলন।
যে ছেলেটা  আমার জন্য রোজ আনতো ফুল,
বলেই খালাস  ভালোবেসে  আমায় নাকি করেছে সে  ভুল।

©Prasenjit Kanrar

#alalone

0 Love

❤ভেবেছি আবার দেখা হবে কথা হবে আমি তুমি শ্রোতা হবো আর মন মেলানো যাবে না। ধুয়ে আনো শ্যাওলা জমেছে যত মনে ভালোবাসা টালোবাসা আর হবে না নীরবতা পালনে ভেবেছো কি আস্ফালনে ঘুচে যাবে সব কিছু বেদনা। না না, আর তো মন মেলানো যাবে না।❤ প্রসেনজিৎ ©Prasenjit Kanrar

#কবিতা #Love   ❤ভেবেছি আবার দেখা হবে কথা হবে
আমি তুমি শ্রোতা হবো
আর মন মেলানো যাবে না।
ধুয়ে আনো শ্যাওলা জমেছে যত মনে
ভালোবাসা টালোবাসা  আর হবে না 
  নীরবতা পালনে  ভেবেছো কি আস্ফালনে
ঘুচে যাবে সব কিছু বেদনা।
না না, আর তো মন মেলানো যাবে না।❤








প্রসেনজিৎ

©Prasenjit Kanrar

#Love 

0 Love

কলিজার ওই গলিটাতে আসিস না রে আর। মানিব্যাগে ছবি হয়ে থাক বারোমাস আমার।। ভালোবাসিস অন্যরে তুই দেখাস না ভাব আদিখ্যেতার। তোর ই মতো নীলাঞ্জনা হয় নি আপন নচিকেতার।। ✍️প্রসেনজিৎ ©Prasenjit Kanrar

#কবিতা #confused  কলিজার ওই গলিটাতে
আসিস না রে আর।
মানিব্যাগে ছবি হয়ে থাক
  বারোমাস আমার।।
ভালোবাসিস অন্যরে তুই
 দেখাস না ভাব আদিখ্যেতার।
তোর ই মতো নীলাঞ্জনা
হয় নি আপন নচিকেতার।।
✍️প্রসেনজিৎ

©Prasenjit Kanrar

# #confused

0 Love

মুখোশের ভিতর মুখোশ আরও কয়েকটা পরেই না হয় মুখখানি তোর লুকোস। আড়ালে আবডালে নিন্দে করা স্বভাব গুলো এবার খোলা বারান্দাতেই শুকোস। ✍️প্রসেনজিৎ ©Prasenjit Kanrar

#কবিতা #Kobita  মুখোশের ভিতর মুখোশ
আরও কয়েকটা পরেই না হয়
 মুখখানি তোর লুকোস।
আড়ালে আবডালে
  নিন্দে করা স্বভাব গুলো 
এবার খোলা বারান্দাতেই শুকোস।
✍️প্রসেনজিৎ

©Prasenjit Kanrar

#Kobita

0 Love

🇮🇳দেশ টা এগিয়ে চলছে🇮🇳 _________________________ দেশটা কি সূর্যের আপাত দৈনিক গতি? আমার দেশ টা খুঁড়িয়ে চলছে। তেষ্টা পাচ্ছে, শুকনো গলায় তবুও চায় না এক ফোঁটা জল। লাঠি নিয়ে সামনে দাঁড়িয়ে এক দল। দেশের ঠ্যাং তো কিছু দেশের লোকই ভাঙছে । আর কিছু লোক দেখছে, কিছু হাত তালি মিলছে, আবার কেউ কাঁদছে। কেউ ভগবান কে ডাকছে। বাইরে সত্তুর হাসছে, আক্রমণের হাতিয়ার শানাচ্ছে । কেউ প্রতিরোধ করছে । আমার দেশ তবু খুঁড়িয়ে চলছে। দেশ এগিয়ে চলছে। কারোর ভ্রুক্ষেপ নেই। পায়ে রক্ত ঝরছে দেশ তো এগিয়ে চলছে।। "তবু তুমি আছো সে আছে, আমরা আছি।, বিজয় নিশ্চিত জেনো । " ✍️প্রসেনজিৎ ©Prasenjit Kanrar

#কবিতা #kabita #India  🇮🇳দেশ টা এগিয়ে চলছে🇮🇳
_________________________
দেশটা কি সূর্যের আপাত দৈনিক গতি?
আমার দেশ টা খুঁড়িয়ে চলছে।
তেষ্টা পাচ্ছে, শুকনো গলায়
তবুও চায় না এক ফোঁটা জল।
 লাঠি নিয়ে  সামনে দাঁড়িয়ে  এক দল।
দেশের ঠ্যাং তো কিছু দেশের লোকই ভাঙছে ।
আর কিছু লোক দেখছে,
কিছু হাত তালি মিলছে,
আবার কেউ কাঁদছে।
কেউ ভগবান কে ডাকছে।
বাইরে সত্তুর হাসছে,
আক্রমণের হাতিয়ার শানাচ্ছে ।
 কেউ প্রতিরোধ করছে ।
 আমার দেশ তবু খুঁড়িয়ে চলছে।
দেশ এগিয়ে চলছে।
কারোর ভ্রুক্ষেপ নেই।
 পায়ে রক্ত ঝরছে
দেশ তো এগিয়ে চলছে।।
"তবু তুমি আছো সে আছে, আমরা আছি।,
 বিজয় নিশ্চিত জেনো । "
✍️প্রসেনজিৎ

©Prasenjit Kanrar
Trending Topic