Sign in

"বিলম্বিত-লয়"

ভালোবেসো, আর ভালো থেক

  • Latest
  • Popular
  • Video

White কতটা দূর যাবে? বল কতটা দূর তোমায়.. ছেড়ে যেতে হবে!? এইতো ক্ষুদ্র গোলাকার পৃথিবী, বল তবে!! তুমি বিনে আগেই নিষ্প্রাণ আমি, ভূমন্ডল ছেড়েছি সেই কবে!! ©"বিলম্বিত-লয়"

#Sad_Status  White কতটা দূর যাবে? 
বল কতটা দূর তোমায়.. ছেড়ে যেতে হবে!? 
এইতো ক্ষুদ্র গোলাকার পৃথিবী, বল তবে!!
তুমি বিনে আগেই নিষ্প্রাণ আমি, ভূমন্ডল ছেড়েছি সেই কবে!!

©"বিলম্বিত-লয়"

#Sad_Status

14 Love

New Year 2024-25 নতুন করে আজ বলো, কি করি অঙ্গীকার? সত্যই জানা নেই অমন কিছু, প্রিয়ে আমার; জানি শুধু জন্ম-জন্মান্তরের সম্পর্ক দু'জনার, এ জনমে হারিয়েও যদি যাও, আগামী জনমে খুঁজে নেব ঠিক তোমায় আবার।। © ©"বিলম্বিত-লয়"

#Newyear2024  New Year 2024-25 নতুন করে আজ বলো, 
কি করি অঙ্গীকার?
সত্যই জানা নেই অমন কিছু, 
প্রিয়ে আমার; 
জানি শুধু জন্ম-জন্মান্তরের সম্পর্ক 
দু'জনার,
এ জনমে হারিয়েও যদি যাও, 
আগামী জনমে খুঁজে নেব ঠিক তোমায় আবার।।
©

©"বিলম্বিত-লয়"

#Newyear2024-25

15 Love

যতদিন রয়ে যাব ধরণীতে বলব বারে বার তুমি আমার, তুমি শুধুই আমার নাইবা রইল কিছু আমার জন্যে তোমার নিকট, সে তোমার ব্যাপার তবু অতীতে করেছি, আজও করি তোমাতেই পারাপার © ©"বিলম্বিত-লয়"

#Thinking  যতদিন রয়ে যাব ধরণীতে বলব বারে বার 
তুমি আমার, তুমি শুধুই আমার
নাইবা রইল কিছু আমার জন্যে তোমার নিকট, সে তোমার ব্যাপার
তবু অতীতে করেছি, আজও করি তোমাতেই পারাপার
©

©"বিলম্বিত-লয়"

#Thinking

14 Love

তুমিই আমার লিখনীর ভাষা, সহস্র প্রেমকাব্যের সমাহার.. প্রতি জনমে তোমাকেই পাইয়াছি, ভালোবাসিয়াছি আবার.. © ©"বিলম্বিত-লয়"

#Thinking  তুমিই আমার লিখনীর ভাষা, 
সহস্র প্রেমকাব্যের সমাহার..
প্রতি জনমে তোমাকেই পাইয়াছি, 
ভালোবাসিয়াছি আবার..
©

©"বিলম্বিত-লয়"

#Thinking

12 Love

White যেমনটা চেয়েছিলে তুমি সখী.. অমনই আমি আছি। স্পর্শে নেই, নিকটে নেই... চেয়ে দেখ তবে, আছি কাছাকাছি।। আপ্রাণ চেয়েছি বাঁচাতে.. যুগলের ভালোবাসা, তোমার নাই বা কিছু এল গেল.. জীবনে রইবার আমার.., এযে অন্তিম আশা।। © ©"বিলম্বিত-লয়"

#good_night  White যেমনটা চেয়েছিলে তুমি সখী..
অমনই আমি আছি।
স্পর্শে নেই, নিকটে নেই...
চেয়ে দেখ তবে, আছি কাছাকাছি।।

আপ্রাণ চেয়েছি বাঁচাতে.. 
যুগলের ভালোবাসা,
তোমার নাই বা কিছু এল গেল..
জীবনে রইবার আমার.., এযে অন্তিম আশা।।
©

©"বিলম্বিত-লয়"

#good_night

13 Love

White আমায় খোঁজো নি তুমি বহুদিন.. একটা নির্লিপ্ত বছর বলে দেয় অনেক সুপ্ত কথা, আমার প্রেম, তোমায় চাওয়া.., আমারই থাকুক নাহয় তোমায় কাছে চেয়ে বাড়িয়েছিলুম হাত, ফিরেছে পেয়ে ব্যথা। এরূপই থেকে যেও তুমি, যেরূপ আছ আজকাল.. আমি নিজ শখ, সাধ, স্বপ্ন.., সব গিলে খেতে শিখে গেছি দূর হতে এমনেই তোমার স্পর্শটুকু শুধু চাই.. যা পাবার তা পেয়ে গেছি, যা নয় তাতে অভ্যস্ত হয়েছি।। © ©"বিলম্বিত-লয়"

#good_night  White আমায় খোঁজো নি তুমি বহুদিন..
একটা নির্লিপ্ত বছর বলে দেয় অনেক সুপ্ত কথা,
আমার প্রেম, তোমায় চাওয়া.., আমারই থাকুক নাহয়
তোমায় কাছে চেয়ে বাড়িয়েছিলুম হাত, ফিরেছে পেয়ে ব্যথা।

এরূপই থেকে যেও তুমি, যেরূপ আছ আজকাল..
আমি নিজ শখ, সাধ, স্বপ্ন.., সব গিলে খেতে শিখে গেছি 
দূর হতে এমনেই তোমার স্পর্শটুকু শুধু চাই..
যা পাবার তা পেয়ে গেছি, যা নয় তাতে অভ্যস্ত হয়েছি।।
©

©"বিলম্বিত-লয়"

#good_night

9 Love

Trending Topic