White আমায় খোঁজো নি তুমি বহুদিন..
একটা নির্লিপ্ত বছর বলে দেয় অনেক সুপ্ত কথা,
আমার প্রেম, তোমায় চাওয়া.., আমারই থাকুক নাহয়
তোমায় কাছে চেয়ে বাড়িয়েছিলুম হাত, ফিরেছে পেয়ে ব্যথা।
এরূপই থেকে যেও তুমি, যেরূপ আছ আজকাল..
আমি নিজ শখ, সাধ, স্বপ্ন.., সব গিলে খেতে শিখে গেছি
দূর হতে এমনেই তোমার স্পর্শটুকু শুধু চাই..
যা পাবার তা পেয়ে গেছি, যা নয় তাতে অভ্যস্ত হয়েছি।।
©
©"বিলম্বিত-লয়"
#good_night