shikha Barua

shikha Barua

  • Latest
  • Popular
  • Video
#কমেডি #Dhanteras  White ধন বলতে আমরা সোনা দানাকে বোঝাই।
তাই সেই ধন রাজকুবের কাছে একজন ভক্ত গিয়ে বলে যে আপনার মন তো সোনার মতো  বড়ো। তাই  একটু সোনার দাম তো কমাতে পারেন। তখন বলে আমার বউ, এতো গয়না পরে যে আমার অনেক খরচা হয়ে গেছে। তাই বলি কী আপনারা দয়া করে গয়না বানিয়েদিন please আমাকে😂😂 🥰🤗🙏🤭❤

©shikha Barua

#Dhanteras জোকস স্টেটাস

144 View

White বন্ধু বিয়োগের বেদনা বড়োই কষ্ট দায়ক। মানুষ পৃথিবী ছেরে চলে যায়। কিন্তু তার কথা গুলি স্মৃতি হিসাবে রয়ে যায়। মানুষের অস্তিত্ব বড়োই ক্ষণস্থায়ী আজ আছি, পরে নাও থাকতে পারি। এই ভেবে এগিয়ে যেতে হবে জীবনের পথে। এটাই বাস্তবতা।👍🥰🤞😔🤗❤🙏 ©shikha Barua

#উদ্ধৃতি #good_night  White বন্ধু বিয়োগের বেদনা বড়োই কষ্ট দায়ক। মানুষ পৃথিবী ছেরে চলে যায়। কিন্তু  তার কথা গুলি স্মৃতি  হিসাবে রয়ে যায়। মানুষের অস্তিত্ব  বড়োই  ক্ষণস্থায়ী  আজ আছি, পরে নাও থাকতে পারি। এই ভেবে এগিয়ে যেতে হবে জীবনের পথে। এটাই বাস্তবতা।👍🥰🤞😔🤗❤🙏

©shikha Barua

#good_night বাস্তবতা উদ্ধৃতি

17 Love

#চিন্তা #car  White এখন  সন্মান পেতে গেলে আধিক সম্পত্তির অধিকারী  আর প্রচুর অর্থ থাকলেই পাওয়া  যায়। কারণ এখন যুগ পাল্টেছে আগে হলে যারা ভালো ব্যবহার করতো ও ভালোবাসা দিতো তারাই ভালোবাসা ও সন্মান পেতো । এখন এগুলো  দেখালে সবাই  দুর্বল  ভাবে আর অসন্মান করে। এই হলো কলিযুগের মানুষের রূপ।  এখন টাকা যেখানে অহংকার আর সন্মান আর আত্মীয়তা, সময় দেওয়া  সেখানে ।  তাতে খারাপ লাগলেই বা অহংকারী  মানুষের  কিছু  এসে যায় না সেটা ভালো মানুষদের সময় নষ্ট ছাড়া কিছু  নয়।🙏🤗🤭😊❤

©shikha Barua

#car মতামত এবং চিন্তা

162 View

#RABINDRANATHTAGORE #কবিতা  রবীন্দ্রনাথের  গান মানুষকে বাঁচিয়ে রাখার মন্ত্র,
তার লেখা গল্প লোকের মন ছুয়ে যাওয়ার তন্ত্র। 
আর তার উপন‍্যাস পড়ে মনে রহস্যের সঞ্চার হয়,
প্রবন্ধ পড়ে বুদ্ধিতে শাণ দেওয়া যায়।
  এই বিশ্ব কবি নোবেল প্রাইজের মাধ‍্যমে সন্মানিত হয়েছেন তার কবিত্বের সৌজন্যে।
এই মহান কবির কাছে সমগ্র সাহিত্য ভান্ডার উপহার  পেয়ে আমরা অনুপ্রাণিত হয়েছি সেই জন্যে। 

তাই এই  বিশ্বকবিকে আমার প্রণাম।🙏🙏💐💐🏵🏵

©shikha Barua

#RABINDRANATHTAGORE কবিতা

135 View

#জ্ঞান #safar  White সময় মানুষকে দিয়ে কত কিছু করিয়ে নেয় তা ভাবনা চিন্তার বাইরে। একটা মানুষকে ভেঙ্গে চুরে নতুন ভাবে জন্ম দেয়। আবার সমস্ত কিছু ভেঙ্গেও দিতে পারে,সেটা সময়ের কাজ। আমরা হলাম সময়ের দাস মাএ।❤🤗🤭🙏😊

©shikha Barua

#safar জ্ঞান ও শিক্ষা

180 View

#পুরাণ #Morning  Black যুগের বলে উন্নতি ঘটেছে।  কিন্তু দেখ অতীত যেমন দুর্বল নিরিহ মানুষ উপর অত‍্যাচার করা হতো এখনো তাই করা হচ্ছে। আর সে অপরাধ তো তারা স্বীকার  করেই না আবার তাদের স্বভাবও পাল্টায় না। তারা ক্ষমতার জোরে সমস্ত কিছু দোষ ওই দুর্বল নিরিহ মানুষের উপর চাপিয়ে  দেয় । বলে সেই দুর্বল  মানুষটিই দোষ, তারা যদি কাউকে বিশ্বাস করে সেটা তাদের অপরাধ। এটাই বাস্তব। এই মনোভাবটাই পাল্টানো দরকার।😊❤🤗🤭🙏

©shikha Barua

#Morning ইতিহাস এবং পুরাণ

144 View

Trending Topic