Black যুগের বলে উন্নতি ঘটেছে। কিন্তু দেখ অতীত যেমন দুর্বল নিরিহ মানুষ উপর অত্যাচার করা হতো এখনো তাই করা হচ্ছে। আর সে অপরাধ তো তারা স্বীকার করেই না আবার তাদের স্বভাবও পাল্টায় না। তারা ক্ষমতার জোরে সমস্ত কিছু দোষ ওই দুর্বল নিরিহ মানুষের উপর চাপিয়ে দেয় । বলে সেই দুর্বল মানুষটিই দোষ, তারা যদি কাউকে বিশ্বাস করে সেটা তাদের অপরাধ। এটাই বাস্তব। এই মনোভাবটাই পাল্টানো দরকার।😊❤🤗🤭🙏
©shikha Barua
#Morning ইতিহাস এবং পুরাণ