SUBHOTHEPOET

SUBHOTHEPOET

জীবন আমার কবিতা. কবিতা আমার জীবন

  • Latest
  • Popular
  • Video

White নকশা কাঁটা সোনালী আলোয় তোমার চোখের চাওয়া আলতো হাসির নাকছাবি তে তোমায় যে আজ পাওয়া সত্যি বলতো কোথা হতে আজ মর্তে এসোছো নেবে লিপস্টিক ঠোঁটে এক চোখ মেরে ছবিটা আমায় দেবে??🙂 এক এক সময় সেজে ওঠো যেন হাজার পরীর রানী তোমার হাসি তে সকাল যে হয় এটাই আমি জানি ©SUBHOTHEPOET

#love_shayari  White নকশা কাঁটা সোনালী আলোয় 
     তোমার চোখের চাওয়া 
আলতো হাসির নাকছাবি তে 
     তোমায় যে আজ পাওয়া 
সত্যি বলতো কোথা হতে আজ 
    মর্তে এসোছো নেবে 
লিপস্টিক ঠোঁটে এক চোখ মেরে 
    ছবিটা আমায় দেবে??🙂
এক এক সময় সেজে ওঠো যেন 
        হাজার পরীর রানী 
 তোমার হাসি তে সকাল যে হয় 
       এটাই আমি জানি

©SUBHOTHEPOET

#love_shayari

13 Love

Unsplash প্রত্যেক দিন হলো যে দেখা প্রতি টা ছবি গুছিয়ে রাখা মুখ ভরা তোর হাসি।। যত বার ভাবি এড়িয়ে যাবো তোর ওই বাঁধনে মুক্ত হবো ততবার এ রোজ ফাঁসি কি হবে আজ বেকার তাকিয়ে বুকের পকেট এ ছবিটা সাজিয়ে বার বার উঁকি মারি। তোর ওই জীবন এ অন্য আছে তাকিয়ে দেখছে সব টা কাছে। আমি তা দেখছি দাড়ি 🙂 ©SUBHOTHEPOET

#তুই  Unsplash প্রত্যেক দিন হলো যে দেখা 
প্রতি টা ছবি গুছিয়ে রাখা 
   মুখ ভরা তোর হাসি।।
যত বার ভাবি এড়িয়ে যাবো 
    তোর ওই বাঁধনে মুক্ত হবো 
ততবার এ রোজ ফাঁসি 
কি হবে আজ বেকার তাকিয়ে 
  বুকের পকেট এ ছবিটা সাজিয়ে 
       বার বার উঁকি মারি।
  তোর ওই জীবন এ অন্য আছে 
      তাকিয়ে দেখছে সব টা কাছে।
           আমি তা দেখছি দাড়ি 🙂

©SUBHOTHEPOET

#তুই

13 Love

White মনে কিছু নাই তোর প্রতি টা রাতের ভোর তোর ই ফোনের আশায় ঘড়ির তিনটা বাইশে চোখটা ভিজেছে বালিশে মুখেই মরেছে ভাষা থাকবো না হয় ভালো সময় এ চোখের বালি হয়ে খারাপ সময় নাই বা আসুক আমি তো যাবোই রয়ে ©SUBHOTHEPOET

 White মনে কিছু নাই তোর 
প্রতি টা রাতের ভোর 
তোর ই ফোনের আশায় 
ঘড়ির তিনটা বাইশে
চোখটা ভিজেছে বালিশে 
মুখেই মরেছে ভাষা 
থাকবো না হয় ভালো সময় এ 
চোখের বালি হয়ে 
খারাপ সময় নাই বা আসুক 
 আমি তো যাবোই রয়ে

©SUBHOTHEPOET

তুই

16 Love

White ভাগাড় হতে উড়ে চলে হাজার শকুন দল তাঁদের হিংস্র ঠোঁটের শব্দে হচ্ছে কোলাহল কবর মাঝে মৃতের দেহ আবার মাংস চায় তারা আবার শরীর টা পাক যেটা শকুন খায় তাদের আশা পূর্ণ হলে দেহ ব্যবসায় যাবে আবার চর্বি পেট গলা সব শকুন চুষে খাবে অর্থ দায়ে পেট চালাতে করতে যেত কর্ম এখন সে তো জ্বলছে স্মশানে আগুনে মিশিয়ে ধর্ম ©SUBHOTHEPOET

#good_night  White ভাগাড় হতে উড়ে চলে 
হাজার শকুন দল 
তাঁদের হিংস্র ঠোঁটের শব্দে 
হচ্ছে কোলাহল 
কবর মাঝে মৃতের দেহ 
আবার মাংস চায় 
তারা আবার শরীর টা পাক 
যেটা শকুন খায় 
তাদের আশা পূর্ণ হলে 
দেহ ব্যবসায় যাবে 
আবার চর্বি পেট গলা 
সব শকুন চুষে খাবে 
অর্থ দায়ে পেট চালাতে 
করতে যেত কর্ম 
এখন সে তো জ্বলছে স্মশানে 
আগুনে মিশিয়ে ধর্ম

©SUBHOTHEPOET

#good_night

15 Love

#কবিতা  White      দূর হতে দূর যাচ্ছি দূরে 
    তোর ওই কথা আসছে উড়ে 
        নেই বা থাকলি কাছে 
       সকল সময় নেই বা থাকি।।
    দিচ্ছি চোখে তোর ওই ফাঁকি।।
        তাও তো সে তোর আছে 
       কি বা আসে কি বা থাকে 
    সব কিছু কি জড়িয়ে রাখে।।
         হই না একটু বোকা 
    তোর ওই বুঁকের শক্ত কাঠে 
      ঠোঁটের আগায় হৃদয় ঘাটে 
          আমি সে ঘুন পোকা 
     ভুলবোনা তোর পিঠের পাশে 
         চুলের গোছার আলতো সাজে 
            মিশেয়ে থাকা আমি।।। 
         যতই আমায় টিকিয়ে রাখিস 
           আমার হাত টা উঠিয়ে থাকিস 
                আমি তো নিচেই নামি।।।
           কেউ কি জানে কি তোর প্রাণে 
               আমার ছবি আঁকা।।।
            হারিয়ে গেলেও মনে ভাবিস 
                সন্টু যে তোর ফাঁকা

©SUBHOTHEPOET

তুই

189 View

#কবিতা  White সব কিছু আজ যাচ্ছে দূরে 
মিলিয়ে মিশিয়ে অন্য সুরে 
    তোর ওই মুখের হাসি 
 জানান দিছে অন্য কিছু
  তোর ওই স্মৃতি করতে পিছু 
    স্বপ্নে ভালোই আছি 
       স্তব্ধ সকাল পুঁজি করে
   তোর ওই চোখের হাত টা ধরে 
         অর্ধ ঘুমিয়ে আমি 
   যতই আমার হাত ধরিস
   আমায় নিজের আপন করিস 
       মায়া নিম্নগামী 
   জানতে কি চাস কেমন বাঁচি 
       নেই বা খারাপ ভালোই আছি 
           সেটাই ক জন জানে 
      সবাই শুধু বাঁচতে বলে।।।
       কাটাও জীবন খুশির ছলে 
          সেটা কি আর মানি??
     যেমন ভাবি তেমন হয় না।।
     নিজের কথা নিজের সয়না 
          রাগতে কি যায় আসে।।
      এমন মানুষ হতে চাই না।।
        পেতে ধরবো তোকে বায়না 
             যেথায় তোর ওই আবেগ দিয়ে 
                   অন্য গন্ধ আসে

©SUBHOTHEPOET

আবেগ

162 View

Trending Topic