Unsplash প্রত্যেক দিন হলো যে দেখা
প্রতি টা ছবি গুছিয়ে রাখা
মুখ ভরা তোর হাসি।।
যত বার ভাবি এড়িয়ে যাবো
তোর ওই বাঁধনে মুক্ত হবো
ততবার এ রোজ ফাঁসি
কি হবে আজ বেকার তাকিয়ে
বুকের পকেট এ ছবিটা সাজিয়ে
বার বার উঁকি মারি।
তোর ওই জীবন এ অন্য আছে
তাকিয়ে দেখছে সব টা কাছে।
আমি তা দেখছি দাড়ি 🙂
©SUBHOTHEPOET
#তুই