Sharmistha Das

Sharmistha Das

the expert in anything was once a beginner." #love my city kolkata# আমি শর্মিষ্ঠা।

  • Latest
  • Popular
  • Video

তুমি শুধু ভাবছো নারী, থাকবে ভালো, ভালোবেসে? মিথ্যে মোহে আটকে তুমি ফাঁদ পেতেছ নিজের তরে - সবটুকু শ্রম উজার করে নি:স্ব হয়ে থেকে গেলে। মুল্য তুমি পাবে না হেথায় বেচবে সময় অন্যের তরে? ঝড় ঝঞ্ঝা বিপর্যয়ে থাকবে না কেউ দিনের শেষে তাই তো নারী ভাবো এবার সময় এসেছে দিনবদলের। ভালো থেকো ভালোবেসে অন্যকে নয় নিজেকে এবার। ©Sharmistha Das

#কবিতা  তুমি শুধু ভাবছো নারী,
থাকবে ভালো, ভালোবেসে?
মিথ্যে মোহে আটকে তুমি
ফাঁদ পেতেছ নিজের তরে -
সবটুকু শ্রম উজার করে
নি:স্ব হয়ে থেকে গেলে।
মুল্য তুমি পাবে না হেথায়
বেচবে সময় অন্যের তরে?
ঝড় ঝঞ্ঝা বিপর্যয়ে
থাকবে না কেউ দিনের শেষে
তাই তো নারী ভাবো এবার
সময় এসেছে দিনবদলের।
ভালো থেকো ভালোবেসে
অন্যকে নয় নিজেকে এবার।

©Sharmistha Das

তুমি শুধু ভাবছো নারী, থাকবে ভালো, ভালোবেসে? মিথ্যে মোহে আটকে তুমি ফাঁদ পেতেছ নিজের তরে - সবটুকু শ্রম উজার করে নি:স্ব হয়ে থেকে গেলে। মুল্য তুমি পাবে না হেথায় বেচবে সময় অন্যের তরে? ঝড় ঝঞ্ঝা বিপর্যয়ে থাকবে না কেউ দিনের শেষে তাই তো নারী ভাবো এবার সময় এসেছে দিনবদলের। ভালো থেকো ভালোবেসে অন্যকে নয় নিজেকে এবার। ©Sharmistha Das

0 Love

#IshqUnlimited

যতক্ষণ তুমি তাবেদারি করবে ততক্ষণ তুমি খুব ভালো,শান্ত, নম্র ইত্যাদি গুণাধীকারী।যেদিন মুখটা খুলবে সেদিন থেকেই তুমি মুখোশধারী। ©Sharmistha Das

#solitary  যতক্ষণ তুমি তাবেদারি করবে ততক্ষণ তুমি খুব ভালো,শান্ত, নম্র ইত্যাদি গুণাধীকারী।যেদিন মুখটা খুলবে সেদিন থেকেই তুমি মুখোশধারী।

©Sharmistha Das

#solitary

4 Love

#poetryunplugged
#mohabbatein

collected# #mohabbatein

167 View

#MyPoetry  অ্যালবাম 
বনমালী নন্দী।

#MyPoetry

167 View

Trending Topic