White বলার মতো কিছুই নাই,
তবু দিন যায়, রাত কেটে যায়,
পকেটে নেই কিছু, পথের ধূলি সাথী,
কাজের সুযোগ নেই, জীবন যেন বিশাল এক শুন্য।
নিজেরা বলেছিল, পাশে আছি তোর,
কথার বানে বেঁধেছিল স্নেহের জাল,
তবু এখন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত,
একটা খবরও নেয় না আর কেউ।
তবে অবশ্যই কিছু জন
আমার জন্য চেষ্টা চালাচ্ছে,
যারা মন থেকে দেয় ভালোবাসার সঞ্চার,
তাদের সেই প্রচেষ্টা আমায় দেয় নতুন ভরসা,
তাদের ছোঁয়ায় খুঁজে পাই নতুন জীবনের দরজা।
তবু আশা রাখি, ভাঙবো না কখনো,
সময়ের পালা ঘুরবে একদিন,
যে নিজের হাতে গড়ে তুলবে,
সে পাবেই জীবনের আসল মান।
একদিন পায়ে দাঁড়াবো, চোখে থাকবে জ্বলন্ত স্বপ্ন,
তখন হয়তো এই আপন লোকেরাই
খুঁজবে তোমায়, সেই খোঁজে পাবে শান্তি,
আর এই সময়ের কথা হবে শুধু অতীতের গল্প।
©Md Sk Abdur Rahim
#Sad_shayri তবু আশা রাখি, ভাঙবো না কখনো,
সময়ের পালা ঘুরবে একদিন শায়রি মনোভাব ইমোশনাল শায়রি বাংলা শায়রি