White আমি বিষোধর।
আমি আর পারছিনা আর পারছিনা
কাব্যিক তুমি আমায় মুক্তি দাও,
সারাদিন তোমার কোম্পানির পিছনে
তোমার আনুগত্যের প্রকাশ দেখাও।
তুমি তোমার কোম্পানিকে
এক উচ্ছ শিখরে নিয়ে গেছো,
তার বিনিময়ে ওদের কাছে
যা চেয়েছ তাই তাই পেয়েছ।
কোম্পানির কাজে আজ লণ্ডন
কাল আমেরিকা,পরশু জাপান,
হোটেল লন থেকে সুইমিংপুলে
সুন্দরীদের সাথে তোমার আমফান।
আর এদিকে আমি তোমার বিশাল
বাংলো জুড়ে একা পরিনিত এক যক্ষে,
আগলাচ্ছি তোমার পরিবার ধনসম্পত্তি
সাথে রাত্রি বেলায় একা বিশাল পালঙ্কে।
জানো এখন আমার একঘেয়িমতা কেটেছে
তোমার অবর্তমানে এক বিশাল সাপ পাইথন,
আমার পালঙ্কের ভিতর কেমন বাসা বেঁধেছে
শরীরটাকে ভীষন পেঁচিয়ে পেঁচিয়ে দেয় মন।
না না তুমি আমার কাছে আর কখনো এসোনা
ও কিন্তু তোমায় যখন তখন হত্যা করতে পারে,
ওর সাথে থেকে থেকে আমিও বিষধর হয়েছি
আর এর জন্য তুমি দায়ী,এই জীবন ছারখারে।
কলমে,স্বপন দেওয়ানজী।
©Swapan Dewanji
#CAT আমি বিষোধরা।