যেমনে চাও, অমনে ভাল থেক তুমি সখী
আজ আমি নিজের তাগিদে তোমারে নিকটে রাখি
অতীতের দিনগুলি স্মরণে এনে ভাবে-আবেগে থাকি
মাঝেমাঝে হেথাহোথা আবোলতাবোল বকি.., লিখি
---------
নতুবা দুজনারই জানা
কেন বছরকালীন আগে অমন দূরত্ব টানা
তোমার যে কাছে আসতে মানা
©
©"বিলম্বিত-লয়"
#Likho