==গাছ হওয়ার স্বপ্ন== তুমি বট/অশ্বত্থ গাছের মত হ

"==গাছ হওয়ার স্বপ্ন== তুমি বট/অশ্বত্থ গাছের মত হও, সবাই তোমার সান্নিধ্য পেয়ে তৃপ্ত হোক। তুমি পলাশ গাছের মত হও, হঠাৎ করে কোনো এক সময় রঙিন হয়ে ওঠো, কারো তোয়াক্কা না করেই। অথবা হও ওই জঙ্গলের নাম না জানা হাজারো গাছেদের মত, যাদের সান্নিধ্য পেতে মানুষ সভ্য কংক্রিট জঙ্গল ছেড়ে ক্ষণিক বিরতি নিতে আসে। না হয় ওই দূর্বা ঘাসেদের মতই হও না..! যাদের হাজার বার পা দিয়ে মাড়াই করলেও, বেয়াড়ার মত বারবার বেড়ে ওঠে। তুমি শুধু গাছেদের মত হওয়ার স্বপ্ন দেখো, গাছেদের সাথে নিয়ে থাকার স্বপ্ন দেখো। বলুক না সবাই- জংলী, অসভ্য....। ©Subhankar"

 ==গাছ হওয়ার স্বপ্ন==


তুমি বট/অশ্বত্থ গাছের মত হও,
সবাই তোমার সান্নিধ্য পেয়ে তৃপ্ত হোক।
তুমি পলাশ গাছের মত হও,
হঠাৎ করে কোনো এক সময় রঙিন হয়ে ওঠো,
কারো তোয়াক্কা না করেই।
অথবা হও ওই জঙ্গলের নাম না জানা হাজারো গাছেদের মত,
যাদের সান্নিধ্য পেতে মানুষ সভ্য কংক্রিট জঙ্গল ছেড়ে ক্ষণিক বিরতি নিতে আসে।
না হয় ওই দূর্বা ঘাসেদের মতই হও না..!
যাদের হাজার বার পা দিয়ে মাড়াই করলেও, বেয়াড়ার মত বারবার বেড়ে ওঠে।

তুমি শুধু গাছেদের মত হওয়ার স্বপ্ন দেখো,
গাছেদের সাথে নিয়ে থাকার স্বপ্ন দেখো।
বলুক না সবাই- জংলী, অসভ্য....।

©Subhankar

==গাছ হওয়ার স্বপ্ন== তুমি বট/অশ্বত্থ গাছের মত হও, সবাই তোমার সান্নিধ্য পেয়ে তৃপ্ত হোক। তুমি পলাশ গাছের মত হও, হঠাৎ করে কোনো এক সময় রঙিন হয়ে ওঠো, কারো তোয়াক্কা না করেই। অথবা হও ওই জঙ্গলের নাম না জানা হাজারো গাছেদের মত, যাদের সান্নিধ্য পেতে মানুষ সভ্য কংক্রিট জঙ্গল ছেড়ে ক্ষণিক বিরতি নিতে আসে। না হয় ওই দূর্বা ঘাসেদের মতই হও না..! যাদের হাজার বার পা দিয়ে মাড়াই করলেও, বেয়াড়ার মত বারবার বেড়ে ওঠে। তুমি শুধু গাছেদের মত হওয়ার স্বপ্ন দেখো, গাছেদের সাথে নিয়ে থাকার স্বপ্ন দেখো। বলুক না সবাই- জংলী, অসভ্য....। ©Subhankar

#WorldEnvironmentDay

#Nature

People who shared love close

More like this

Trending Topic