যৌতুক মানব সমাজের জন্য এক অভিশাপ, কন্যা সন্তানকে গর্ভেই হত্যা করা হয়। তাদের জন্ম নিতেও দেওয়া হয় না। এর কারণ শুধুমাত্র যৌতুক। সন্ত রামপালজী মহারাজ একটি যৌতুক মুক্ত সমাজ গঠনের উদ্যোগ নিয়েছেন। সন্ত রামপালজী মহারাজ সৎসঙ্গের মাধ্যমে বলেন যে, যৌতুক নেওয়া একটি অপরাধ। এতে কন্যা সুখী হতে পারে না,