White আকাশের মতন ছড়িয়ে তুমি পাহাড়ের মতো ভালোবাস | বাংলা Quotes

"White আকাশের মতন ছড়িয়ে তুমি পাহাড়ের মতো ভালোবাসা আমার।। নবীন রঙে নিয়ত আসো তুমি তোমার প্রতিবিম্বে আবরণ আমার।। সুর্যের উচ্ছাস নিয়ে রয়েছ তুমি সেই উচ্ছাসে তাকিয়ে থাকে চোখ আমার।। শান্তির মুখ বুজে বয়ে থাকা তুমি এক জায়গায় দাড়িয়ে অস্থির থাকা মন আমার।। চিরসঙ্গি নিয়ে বেঁচে থাকা তুমি বর্ফের মত অসাড় হয়ে থাকা অপেক্ষা আমার।। প্রতিদিন দেখে এড়িয়ে এগিয়ে যাওয়া তুমি প্রতিদিন দেখে দাঁড়িয়ে থাকা মায়া আমার।। স্নিগ্ধ গন্ধে মেখে থাকা কালো ঘন মেঘ তুমি জল স্পর্শে ভিজে থাকা পাথর ব্যাকুলতা আমার আমাকে একটু একটু করে ক্ষয় হতে দেখার সাক্ষী তুমি একটু একটু করে তোমার সামনে মাটি হয়ে যাওয়ার সুখ আমার।। ©Ananta Dasgupta"

 White আকাশের মতন ছড়িয়ে তুমি
পাহাড়ের মতো ভালোবাসা আমার।। 

নবীন রঙে নিয়ত আসো তুমি
তোমার প্রতিবিম্বে আবরণ আমার।। 

সুর্যের উচ্ছাস নিয়ে রয়েছ তুমি
সেই উচ্ছাসে তাকিয়ে থাকে চোখ আমার।। 

শান্তির মুখ বুজে বয়ে থাকা তুমি
এক জায়গায় দাড়িয়ে অস্থির থাকা মন আমার।। 

চিরসঙ্গি নিয়ে বেঁচে থাকা তুমি
বর্ফের মত অসাড় হয়ে থাকা অপেক্ষা আমার।।

প্রতিদিন দেখে এড়িয়ে এগিয়ে যাওয়া তুমি
প্রতিদিন দেখে দাঁড়িয়ে থাকা মায়া আমার।। 

স্নিগ্ধ গন্ধে মেখে থাকা কালো ঘন মেঘ তুমি
জল স্পর্শে ভিজে থাকা পাথর ব্যাকুলতা আমার

আমাকে একটু একটু করে ক্ষয় হতে দেখার সাক্ষী তুমি
একটু একটু করে তোমার সামনে মাটি হয়ে যাওয়ার সুখ আমার।।

©Ananta Dasgupta

White আকাশের মতন ছড়িয়ে তুমি পাহাড়ের মতো ভালোবাসা আমার।। নবীন রঙে নিয়ত আসো তুমি তোমার প্রতিবিম্বে আবরণ আমার।। সুর্যের উচ্ছাস নিয়ে রয়েছ তুমি সেই উচ্ছাসে তাকিয়ে থাকে চোখ আমার।। শান্তির মুখ বুজে বয়ে থাকা তুমি এক জায়গায় দাড়িয়ে অস্থির থাকা মন আমার।। চিরসঙ্গি নিয়ে বেঁচে থাকা তুমি বর্ফের মত অসাড় হয়ে থাকা অপেক্ষা আমার।। প্রতিদিন দেখে এড়িয়ে এগিয়ে যাওয়া তুমি প্রতিদিন দেখে দাঁড়িয়ে থাকা মায়া আমার।। স্নিগ্ধ গন্ধে মেখে থাকা কালো ঘন মেঘ তুমি জল স্পর্শে ভিজে থাকা পাথর ব্যাকুলতা আমার আমাকে একটু একটু করে ক্ষয় হতে দেখার সাক্ষী তুমি একটু একটু করে তোমার সামনে মাটি হয়ে যাওয়ার সুখ আমার।। ©Ananta Dasgupta

#sad_quotes

People who shared love close

More like this

Trending Topic