প্রথম প্রেম

যৌবনের স্রোত ছুটে চলে,
সব বাধা পেরিয়
  • Latest
  • Popular
  • Video

প্রথম প্রেম যৌবনের স্রোত ছুটে চলে, সব বাধা পেরিয়ে। ঘরের লোকের, লজ্জ্বার আর অনভিজ্ঞতার বন্ধন ছিন্ন করে। প্রথম পরিচয়ের আভাস দেওয়া ঊষার কিরণের মতো সে রঙিন, সে অস্পষ্ট আলো, সে অনাবৃত, নহে সে বর্ণচ্ছটা বিহীন। সেই নবীন পরিচয়ের মাঝে, বাধা হয় বিন্ধ্যাপর্বতমালা। তবু সে প্রেম বয়ে চলে; সাজিয়ে প্রণয়ের ডালা। পত্রের ওপর পত্র চালান হয়, এপার থেকে ওপার। নব্য কবির কাব্য ছাঁকিয়া তৈরী সে প্রেমাধার। কেবল - ই- কি চিত্রণ প্রেমের আলপনায়? শ্রদ্ধা চাই না তার? মন্ত্রণা দেয় সখায়, শুধু কাব্যের পান্ডুলিপি করবে না তো পথূদ্ধার। ""ভাষার উপর দক্ষতা খুলে দেয়, প্রেমের নবীন দ্বার।"" অনন্ত দিগন্ত আর উন্মুক্ত আলোয়, নতুন অধ্যায় শুরু হল কিশলয়ে। নবীন প্রবাহে প্রবাহমান-- খরস্রোতা নদী ও যৌবন। 🖋️ প্রতীক কুণ্ডু 🖋️

#WorldEnvironmentDay #Valobasa  প্রথম প্রেম

যৌবনের স্রোত ছুটে চলে,
সব বাধা পেরিয়ে।
ঘরের লোকের, লজ্জ্বার আর অনভিজ্ঞতার
বন্ধন ছিন্ন করে।
প্রথম পরিচয়ের আভাস দেওয়া
ঊষার কিরণের মতো সে রঙিন,
সে অস্পষ্ট আলো,
সে অনাবৃত, নহে সে বর্ণচ্ছটা বিহীন।
সেই নবীন পরিচয়ের মাঝে,
বাধা হয় বিন্ধ্যাপর্বতমালা।
তবু সে প্রেম বয়ে চলে; 
সাজিয়ে প্রণয়ের ডালা।

পত্রের ওপর পত্র চালান হয়,
এপার থেকে ওপার।
নব্য কবির কাব্য ছাঁকিয়া তৈরী সে প্রেমাধার।
কেবল - ই- কি চিত্রণ প্রেমের আলপনায়?
শ্রদ্ধা চাই না তার?
মন্ত্রণা দেয় সখায়,
শুধু কাব্যের পান্ডুলিপি করবে না তো পথূদ্ধার।
""ভাষার  উপর দক্ষতা খুলে দেয়,
প্রেমের নবীন দ্বার।""
অনন্ত দিগন্ত আর উন্মুক্ত আলোয়,
নতুন অধ্যায় শুরু হল কিশলয়ে।
নবীন প্রবাহে প্রবাহমান--
খরস্রোতা নদী ও যৌবন।
🖋️ প্রতীক কুণ্ডু 🖋️
Trending Topic