Pratik Kundu

Pratik Kundu

pagol chele..

https://www.facebook.com/657738014690098/posts/885811165216114/

  • Latest
  • Popular
  • Video

প্রথম প্রেম যৌবনের স্রোত ছুটে চলে, সব বাধা পেরিয়ে। ঘরের লোকের, লজ্জ্বার আর অনভিজ্ঞতার বন্ধন ছিন্ন করে। প্রথম পরিচয়ের আভাস দেওয়া ঊষার কিরণের মতো সে রঙিন, সে অস্পষ্ট আলো, সে অনাবৃত, নহে সে বর্ণচ্ছটা বিহীন। সেই নবীন পরিচয়ের মাঝে, বাধা হয় বিন্ধ্যাপর্বতমালা। তবু সে প্রেম বয়ে চলে; সাজিয়ে প্রণয়ের ডালা। পত্রের ওপর পত্র চালান হয়, এপার থেকে ওপার। নব্য কবির কাব্য ছাঁকিয়া তৈরী সে প্রেমাধার। কেবল - ই- কি চিত্রণ প্রেমের আলপনায়? শ্রদ্ধা চাই না তার? মন্ত্রণা দেয় সখায়, শুধু কাব্যের পান্ডুলিপি করবে না তো পথূদ্ধার। ""ভাষার উপর দক্ষতা খুলে দেয়, প্রেমের নবীন দ্বার।"" অনন্ত দিগন্ত আর উন্মুক্ত আলোয়, নতুন অধ্যায় শুরু হল কিশলয়ে। নবীন প্রবাহে প্রবাহমান-- খরস্রোতা নদী ও যৌবন। 🖋️ প্রতীক কুণ্ডু 🖋️

#WorldEnvironmentDay #Valobasa  প্রথম প্রেম

যৌবনের স্রোত ছুটে চলে,
সব বাধা পেরিয়ে।
ঘরের লোকের, লজ্জ্বার আর অনভিজ্ঞতার
বন্ধন ছিন্ন করে।
প্রথম পরিচয়ের আভাস দেওয়া
ঊষার কিরণের মতো সে রঙিন,
সে অস্পষ্ট আলো,
সে অনাবৃত, নহে সে বর্ণচ্ছটা বিহীন।
সেই নবীন পরিচয়ের মাঝে,
বাধা হয় বিন্ধ্যাপর্বতমালা।
তবু সে প্রেম বয়ে চলে; 
সাজিয়ে প্রণয়ের ডালা।

পত্রের ওপর পত্র চালান হয়,
এপার থেকে ওপার।
নব্য কবির কাব্য ছাঁকিয়া তৈরী সে প্রেমাধার।
কেবল - ই- কি চিত্রণ প্রেমের আলপনায়?
শ্রদ্ধা চাই না তার?
মন্ত্রণা দেয় সখায়,
শুধু কাব্যের পান্ডুলিপি করবে না তো পথূদ্ধার।
""ভাষার  উপর দক্ষতা খুলে দেয়,
প্রেমের নবীন দ্বার।""
অনন্ত দিগন্ত আর উন্মুক্ত আলোয়,
নতুন অধ্যায় শুরু হল কিশলয়ে।
নবীন প্রবাহে প্রবাহমান--
খরস্রোতা নদী ও যৌবন।
🖋️ প্রতীক কুণ্ডু 🖋️

B অঙ্গ ভূ Mi

#peace  B অঙ্গ ভূ Mi

#peace

8 Love

তোমার চিন্তন আমার উদ্দেশ্যে , আমার তা ভাবনায় পড়ে না। তোমার ব্যাক্ত ব্যাক্য মানুষের জন্যে আমায় তা অলস প্রানী করে রাখে না। আমায় নিজের ভাব করে, আমায় বন্ধু তুমি নব আশার আলো র দ্বার রুদ্ধ করলে না। আমায় ভরসা দিও এইভাবেই, পাশে কেউ নাই জেনেও, হাত টা বারিও সখা।👬💙💙 প্রতীক কুণ্ডু 🖋️🖋️

#Life_experience #Light  তোমার চিন্তন আমার উদ্দেশ্যে ,
আমার তা ভাবনায় পড়ে না।
তোমার ব্যাক্ত ব্যাক্য মানুষের জন্যে
আমায় তা অলস প্রানী করে রাখে না।
আমায় নিজের ভাব করে,
আমায় বন্ধু তুমি নব আশার আলো র দ্বার রুদ্ধ করলে না।
আমায় ভরসা দিও এইভাবেই,
পাশে কেউ নাই জেনেও,
হাত টা বারিও সখা।👬💙💙
প্রতীক কুণ্ডু 🖋️🖋️

#Light #/story

9 Love

কেউ কি কয়?সুন্দর কালো ধূসর কে! কেউ কি বলতে চায়? তোমার পীত রূপ, আমায় সম্মোহন করে। কেউ কি গাইতে চায়? কেশ শোভা হীন মানুষের গীত! কেউ কি ফিরে দেখতে চায়? সপ্তবর্নের রঙিন আভাকে!! 🖋️🖋️🖋️💐💐🖋️🖋️ প্রতীক কুণ্ডু

#Beauty #query  কেউ কি কয়?সুন্দর
 কালো ধূসর কে!
কেউ কি বলতে চায়? 
তোমার পীত রূপ, 
আমায় সম্মোহন করে।
কেউ কি গাইতে চায়?
কেশ শোভা হীন মানুষের  গীত!
কেউ কি ফিরে দেখতে চায়?
সপ্তবর্নের রঙিন আভাকে!!
🖋️🖋️🖋️💐💐🖋️🖋️
প্রতীক কুণ্ডু

ওরা যত জানবে বেশি , মানবে তত কম। যত দিন যাচ্ছে সবই খুলছে দেখি, শিক্ষার্থী ধৈর্য ধর, গুরুর অগাধ দম।।🖋️🖋️😍😍🖋️🖋️ প্রতীক কুণ্ডু।।

#Teacher  #sunlight  ওরা যত জানবে বেশি , মানবে তত কম।
যত দিন যাচ্ছে সবই খুলছে দেখি,
শিক্ষার্থী ধৈর্য ধর, গুরুর অগাধ দম।।🖋️🖋️😍😍🖋️🖋️
প্রতীক কুণ্ডু।।

#sunlight #teacher

10 Love

তোমার জন্য,! তোমার জন্য হয়না আর আমার ছন্দ বোনা। তোমার জন্য হয়না আর আমার সময় সময় গুনা। অপেক্ষা আর বড় ক্লান্ত তোমার পথও চেয়ে। তাইতো আজও লিখছি তোমায় আমার কবিতায়। জানি না! হয়তো আবার হবে দেখা কথা হবে আগের মতোন। হয়তো আবার আমায় তুমি আগের মতোন করবে আপন।। প্রতীক কুণ্ডু।।🖋️🖋️

#Life_experience #pr✍️  তোমার জন্য,!

তোমার জন্য  হয়না আর 
আমার ছন্দ বোনা।
তোমার জন্য হয়না আর 
আমার সময় সময় গুনা।
অপেক্ষা 
আর বড় ক্লান্ত 
তোমার পথও চেয়ে।
তাইতো 
আজও লিখছি তোমায়
আমার কবিতায়।
জানি না!
হয়তো আবার হবে 
দেখা 
কথা হবে আগের মতোন। 
হয়তো আবার আমায় তুমি 
আগের মতোন করবে আপন।।
প্রতীক কুণ্ডু।।🖋️🖋️

#💕Be #pr✍️

8 Love

Trending Topic