Akash Dutta

Akash Dutta Lives in Kolkata, West Bengal, India

  • Latest
  • Popular
  • Video

#তিনটি_অনুগল্প #কর্মফল রেহমান মাস্তান প্রচুর খুন ডাকাতি রাহাজানি করেছে , কলুপুর বস্তির সবাই ওর নামে ওঠে বসে এতোটাই ওর সন্ত্রাস l আজকেও এই একটু আগে একটা মেয়েকে মেরে কলুপুর বস্তির একটু দূরে একটা মাঠে মাটি চাপা দিয়ে দিলো পিন্টু আর টনির সাথে , এরা ওর দুই শাগরেদ l কাজ সেরে বেরিয়ে আসার সময় একটু এগোতেই কেমন চমকে উঠলো, কিসের একটা আওয়াজ না ঘুরে তাকাতেই দেখতে পেলো এতদিন যাদেরকে ওরা নির্মম ভাবে মেরেছে তারাই কখন চুপিসারে ওদেরকে মেরে ওদের হৃদপিন্ড তা ধর থেকে উপড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে , নিজেদের অজান্তেই অচিরেই শেষ হয়ে গেলো তিনজন l #ঘড়ির_টিকটক কেওড়াতলা শ্মশানের ডোম দিনু আজ খান সাতেক মরা পুড়িয়ে ক্লান্ত , রোজ প্রচুর ভিড় থাকে তবে আজ যেনো একটু বেশি , তাইতো কাজ সেরে বাড়ি ফিরে আসতেই চোখে নেমে এলো একরাশ ঘুম l ঘুম ভাঙলো একটা ক্ষীণ আওয়াজ আসায় , কেমন যেনো একটা অস্ফুট শব্দ , কিন্ত কিসের , এদিক ওদিক তাকাতেই দিনু দেখলো খাটিয়ার পাশের টুলে রাখা একটা হাতঘড়ি থেকে একটা হালকা অস্ফুট মেয়েলি স্বরে কেউ বলে উঠলো , "আমার ঘড়িটা মৃতদেহের পাশ থেকে না আনলেই পারতেন দিনু বাবু , আঁতকে উঠলো দিনু ডোম এই ঘড়িটাই আজ ও একটা কম বয়েসি মহিলার হাত থেকে খুলে সবার অজান্তেই নিয়ে চলে এসেছে সাথে করে , কিছু বুঝে ওঠার আগেই সারা ঘরে টিকটক শব্দ ছড়িয়ে পরলো l #রাতের_ভয় রাতে কিছুতেই ঘুম আসছিলো না তাই প্রতিদিনের মতো ছাদে উঠে একটা সিগারেট ধরালাম , এটা আমার রোজকারের অভ্যেস , বাজে অভ্যেস বলা যেতেই পারে l দু রাউন্ড পায়চারি করে সবে সিগারেটের দুটো টান দিয়েছি তখনই হঠাৎ খেয়াল করলাম দূরে পশ্চিম দিকে চিলেকোঠার ঘরের সামনে একটা সাদা শাড়ী পরা মেয়ে দাঁড়িয়ে , আমি দুবার ডাকলাম কিন্তু সাড়া পেলাম না , হঠাৎ মাথায় এলো এই ছাদের চিলেকোঠাতেই নূপুর কে মেরে রেখে দিয়েছি সপ্তাহ দুই আগে , ও কি ফিরেছে প্রতিশোধ নিতে , কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেই মেয়েটি এগিয়ে এলো আমার দিকে..

#তিনটি_অনুগল্প #ঘড়ির_টিকটক #রাতের_ভয় #কর্মফল #Time  #তিনটি_অনুগল্প 

#কর্মফল 

রেহমান মাস্তান প্রচুর খুন ডাকাতি রাহাজানি করেছে ,  কলুপুর বস্তির সবাই ওর নামে ওঠে বসে এতোটাই ওর সন্ত্রাস l আজকেও এই একটু আগে একটা মেয়েকে মেরে কলুপুর বস্তির একটু দূরে একটা মাঠে মাটি চাপা দিয়ে দিলো পিন্টু আর টনির সাথে ,  এরা ওর দুই শাগরেদ  l  কাজ সেরে বেরিয়ে আসার সময় একটু এগোতেই কেমন চমকে উঠলো,  কিসের একটা আওয়াজ না ঘুরে তাকাতেই দেখতে পেলো  এতদিন যাদেরকে ওরা নির্মম ভাবে মেরেছে তারাই কখন চুপিসারে ওদেরকে মেরে ওদের হৃদপিন্ড তা ধর থেকে উপড়ে  চিবিয়ে চিবিয়ে খাচ্ছে , নিজেদের অজান্তেই অচিরেই শেষ হয়ে গেলো তিনজন l

#ঘড়ির_টিকটক 

কেওড়াতলা শ্মশানের ডোম দিনু আজ খান সাতেক মরা পুড়িয়ে ক্লান্ত ,  রোজ প্রচুর ভিড় থাকে তবে আজ যেনো  একটু বেশি  , তাইতো কাজ সেরে বাড়ি ফিরে আসতেই চোখে নেমে এলো একরাশ ঘুম l ঘুম ভাঙলো একটা ক্ষীণ আওয়াজ আসায় ,  কেমন যেনো একটা অস্ফুট শব্দ ,  কিন্ত কিসের ,  এদিক ওদিক তাকাতেই দিনু দেখলো খাটিয়ার পাশের টুলে রাখা একটা হাতঘড়ি থেকে একটা হালকা অস্ফুট মেয়েলি স্বরে কেউ বলে উঠলো ,   "আমার ঘড়িটা মৃতদেহের পাশ থেকে না আনলেই পারতেন দিনু বাবু ,  আঁতকে উঠলো দিনু ডোম এই ঘড়িটাই আজ ও একটা কম বয়েসি মহিলার হাত থেকে খুলে সবার অজান্তেই নিয়ে চলে এসেছে সাথে করে ,  কিছু বুঝে ওঠার আগেই  সারা ঘরে টিকটক শব্দ ছড়িয়ে পরলো l

#রাতের_ভয় 

রাতে কিছুতেই ঘুম আসছিলো না তাই  প্রতিদিনের মতো  ছাদে উঠে একটা সিগারেট ধরালাম ,  এটা আমার রোজকারের অভ্যেস ,  বাজে অভ্যেস বলা যেতেই পারে l দু রাউন্ড পায়চারি করে সবে সিগারেটের দুটো টান দিয়েছি তখনই হঠাৎ খেয়াল করলাম  দূরে পশ্চিম দিকে চিলেকোঠার ঘরের সামনে একটা সাদা শাড়ী পরা মেয়ে দাঁড়িয়ে ,  আমি দুবার ডাকলাম কিন্তু সাড়া পেলাম না ,  হঠাৎ মাথায় এলো  এই ছাদের চিলেকোঠাতেই নূপুর কে মেরে রেখে  দিয়েছি সপ্তাহ দুই আগে ,  ও কি ফিরেছে প্রতিশোধ নিতে , কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেই মেয়েটি এগিয়ে এলো আমার দিকে..

#Time

3 Love

#poem

An Evening poem

36 View

A Evening Poem

50 View

Tribute to Tagore

48 View

Trending Topic