Sonia

Sonia

Self Employee

  • Latest
  • Popular
  • Video

নীল শাড়ি লাল টিপে উড়াবে যখন চুল কাশ ফুল হয়ে লুটোপুটি খাবো হোকনা কিছু ভুল। বাতাসে যখন উড়বে আচল মনে লাগবে দোলা, তোমার প্রণয়, এই হৃদয়ে সযতনে তোলা। ©Sonia

#premerkobita  নীল শাড়ি লাল টিপে উড়াবে যখন চুল
কাশ ফুল হয়ে লুটোপুটি খাবো
হোকনা কিছু ভুল।

বাতাসে যখন উড়বে আচল
মনে লাগবে দোলা,
তোমার প্রণয়, এই হৃদয়ে
সযতনে তোলা।

©Sonia

#premerkobita

12 Love

White সখি আজকে তোমার মান ভাঙাবো খেলিবো হাসি রঙে দেখিব সব অধরা যত হাসো কোন ঢঙে। তারায় তারায় রটিয়ে দিবো দোহাকার প্রেম, লজ্জা রাঙা কপোল দেখে মুখ লুকাবে হেম। সখি স্পর্শে তুমি উন্মাদ হবে সপিবে দেহ মন আজ নিশিতে তোমার সনে খেলিবো কামের রণ। ©Sonia

#love_shayari  White সখি
আজকে তোমার মান ভাঙাবো
খেলিবো হাসি রঙে
দেখিব সব অধরা যত
হাসো কোন ঢঙে।

তারায় তারায় রটিয়ে দিবো
দোহাকার প্রেম,
লজ্জা রাঙা কপোল দেখে
মুখ লুকাবে হেম।

সখি
স্পর্শে তুমি উন্মাদ হবে
সপিবে দেহ মন
আজ নিশিতে তোমার সনে
খেলিবো কামের রণ।

©Sonia

#love_shayari

12 Love

প্রবল উন্মাদনায় লিখছি দুই ছত্র তোমাকে দেখার ইচ্ছা জাগছে যত্রতত্র। নিকোটিনের ধোঁয়ায় পুড়ে যাচ্ছে ঠোঁট তোমাকে দেখার জন্য দু’চোখ উৎসুক। একি প্রেম নাকি তোমার ফাঁদ আনন্দের মাঝেও কাঁদছে পূর্ণ চাঁদ। এত যে প্রবল টান, শুধুই কি দেহ? তোমার আমার রসায়ন, জানবে কি কেহ? কত দিবস কত রজনী হয়েছে গত প্রেম তো ঠিকই আছে পূর্বেকার মত। ম্লান হয়নি কোথাও একটু হয়নি ফিঁকে কি দেখো আর চোখে, চেয়ে আমার দিকে। আমি তো সেই আগের মত যেমন আছে চাঁদ এত দিনের পরিণয় পারবে কি দিতে বাদ? জানি আমি, তোমিও, অটুট চির বন্ধন তবে কেন দূরে, থামাও হৃদের ক্রন্দন। ©Sonia

#Quotes #Prem  প্রবল উন্মাদনায় লিখছি দুই ছত্র
তোমাকে দেখার ইচ্ছা জাগছে যত্রতত্র।

নিকোটিনের ধোঁয়ায় পুড়ে যাচ্ছে ঠোঁট
তোমাকে দেখার জন্য দু’চোখ উৎসুক।

একি প্রেম নাকি তোমার ফাঁদ
আনন্দের মাঝেও কাঁদছে পূর্ণ চাঁদ।

এত যে প্রবল টান, শুধুই কি দেহ?
তোমার আমার রসায়ন, জানবে কি কেহ?

কত দিবস কত রজনী হয়েছে গত
প্রেম তো ঠিকই আছে পূর্বেকার মত।

ম্লান হয়নি কোথাও একটু হয়নি ফিঁকে
কি দেখো আর চোখে, চেয়ে আমার দিকে।

আমি তো সেই আগের মত যেমন আছে চাঁদ
এত দিনের পরিণয় পারবে কি দিতে বাদ?

জানি আমি, তোমিও, অটুট চির বন্ধন
তবে কেন দূরে, থামাও হৃদের ক্রন্দন।

©Sonia

#Prem

18 Love

Laughter Club - Comedy Show

Laughter Club - Comedy Show

Monday, 23 December | 01:24 am

0 Bookings

Expired
#performance #photoshoot #shortvideo #Beautiful #lifestyle
#performance #photoshoot #shortvideo #Beautiful #lifestyle
Trending Topic