পায়েল দাস

পায়েল দাস

কিছু পূর্ণতার স্বাদ না মেলাই শ্রেয়।

  • Latest
  • Popular
  • Video

White খাঁচা বনাম জীবন ******************* সবাই খাঁচা ভাঙার অপেক্ষায় থাকে, দূরে আকাশে উড়ার ইচ্ছা সবাই রাখে। পথ মসৃণ নয় জেনেও খাঁচা ছাড়তে চায়, খাঁচার ভিতর সুখ আছে জেনেও অদূরে পারি জমায়। খাঁচায় বন্দী পাখি ছক কষে পালাবার, একবার সুযোগ মিলুক ফিরবোনা কভু এই খাঁচায় আর। পায়ের শিকল বন্দী খাঁচা কিছু নিয়ম মিথ্যে আচার, ভাঙার সাহস খুব কম লোকের। যারা ভেঙেছে বেশ করেছে, লোকে বলে উচ্ছন্নে গেছে। আসলে সে নিজেকে পেয়েছে, খাঁচার পাখি স্বাধীন হয়েছে। শিকল তাহার খুললো বলে, দেখলো নতুন আলোর দিশা। মনে পেলো অনেক বল, পেলো বাঁচার নতুন আশা। ✍️✍️✍️ পায়েল দাস ©পায়েল দাস

#খাচাবোনামজীবন  White খাঁচা বনাম জীবন
*******************

সবাই খাঁচা ভাঙার অপেক্ষায় থাকে,
দূরে আকাশে উড়ার ইচ্ছা সবাই রাখে।
পথ মসৃণ নয় জেনেও খাঁচা ছাড়তে চায়,
খাঁচার ভিতর সুখ আছে জেনেও অদূরে পারি জমায়।
খাঁচায় বন্দী পাখি ছক কষে পালাবার,
একবার সুযোগ মিলুক ফিরবোনা কভু এই খাঁচায় আর।
পায়ের শিকল বন্দী খাঁচা কিছু নিয়ম মিথ্যে আচার,
ভাঙার সাহস খুব কম লোকের।
যারা ভেঙেছে বেশ করেছে,
লোকে বলে উচ্ছন্নে গেছে।
আসলে সে নিজেকে পেয়েছে,
খাঁচার পাখি স্বাধীন হয়েছে।
শিকল তাহার খুললো বলে,
দেখলো নতুন আলোর দিশা।
মনে পেলো অনেক বল,
পেলো বাঁচার নতুন আশা।

✍️✍️✍️ পায়েল দাস

©পায়েল দাস

Your courage only give you success stay strenthy stay wealthy never loose hope you deserve better ©পায়েল দাস

#Courage #Quotes  Your courage only give you success 
stay strenthy stay wealthy 
never loose hope 
you deserve better

©পায়েল দাস

#Courage

16 Love

New Year 2024-25 জানুয়ারী বেশ পছন্দের, জন্মমাস স্বামী বিবেকানন্দের, নরেন ছিলো যার নাম, হলেন সন্যাসী আর, রামকৃষ্ণের পরম ভক্ত, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, যিনি মেরে প্যায়ারে ভাই বোন বলে, সম্বোধন করেছিলেন সকল ইংরেজবাসীকে, যারে ভালোবাসে সমস্ত বাঙ্গালী , সকল ভারতবাসী, জানুয়ারী বেশ পছন্দের, জন্মমাস নেতাজীর , কটক শহরে জন্মালেও, চেনে সকল ভারতবাসী, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, মূলমন্ত্রে শ্লোগান দিলেন যিনি, ভারতবাসীর সত্যিকারের হিরোর গল্পে , একমাত্র নেতাজীর মুখ ভেসে আসে, সর্বপ্রথম নামে, জানুয়ারী বেশ পছন্দের , দুজন মহাপুরুষ জন্মেছিলেন বলে, জানুয়ারী খুব মনে ধরে , বিবেকানন্দে শুরু আর নেতাজী থেকে প্রজাতন্ত্র দিবসে গিয়ে সমাপ্তি ঘটে । ✍️ পায়েল দাস ©পায়েল দাস

#সখেরজানুয়ারি  New Year 2024-25 জানুয়ারী বেশ পছন্দের,
জন্মমাস স্বামী বিবেকানন্দের,
নরেন ছিলো যার নাম,
হলেন সন্যাসী আর,
রামকৃষ্ণের পরম ভক্ত,
জীবে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর,
যিনি মেরে প্যায়ারে ভাই বোন বলে,
সম্বোধন করেছিলেন সকল ইংরেজবাসীকে,
যারে ভালোবাসে সমস্ত বাঙ্গালী ,
সকল ভারতবাসী,
জানুয়ারী বেশ পছন্দের,
জন্মমাস নেতাজীর ,
কটক শহরে জন্মালেও,
চেনে সকল ভারতবাসী,
তোমরা আমায় রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেবো,
মূলমন্ত্রে শ্লোগান দিলেন যিনি,
ভারতবাসীর সত্যিকারের হিরোর গল্পে ,
একমাত্র নেতাজীর মুখ ভেসে আসে,
সর্বপ্রথম নামে,
জানুয়ারী বেশ পছন্দের ,
দুজন মহাপুরুষ জন্মেছিলেন বলে,
জানুয়ারী খুব মনে ধরে ,
বিবেকানন্দে শুরু আর নেতাজী থেকে
প্রজাতন্ত্র দিবসে গিয়ে সমাপ্তি ঘটে ।

✍️ পায়েল দাস

©পায়েল দাস

green-leaves ছিলো সে খোলা হাওয়ার মত স্নিগ্ধ শীতল মনোরম হঠাৎ কোনো এক ঘূর্ণিঝড় করে দিলো সব এলোমেলো এখনো সে খুঁজে বেড়ায় হারিয়ে যাওয়া তার অস্তিত্ব। ©পায়েল দাস

#অজানাকথা #Quotes  green-leaves ছিলো সে খোলা হাওয়ার মত
স্নিগ্ধ শীতল মনোরম
হঠাৎ কোনো এক ঘূর্ণিঝড় 
করে দিলো সব এলোমেলো
এখনো সে খুঁজে বেড়ায় 
হারিয়ে যাওয়া তার অস্তিত্ব।

©পায়েল দাস
Trending Topic