New Year 2024-25 জানুয়ারী বেশ পছন্দের,
জন্মমাস স্বামী বিবেকানন্দের,
নরেন ছিলো যার নাম,
হলেন সন্যাসী আর,
রামকৃষ্ণের পরম ভক্ত,
জীবে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর,
যিনি মেরে প্যায়ারে ভাই বোন বলে,
সম্বোধন করেছিলেন সকল ইংরেজবাসীকে,
যারে ভালোবাসে সমস্ত বাঙ্গালী ,
সকল ভারতবাসী,
জানুয়ারী বেশ পছন্দের,
জন্মমাস নেতাজীর ,
কটক শহরে জন্মালেও,
চেনে সকল ভারতবাসী,
তোমরা আমায় রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেবো,
মূলমন্ত্রে শ্লোগান দিলেন যিনি,
ভারতবাসীর সত্যিকারের হিরোর গল্পে ,
একমাত্র নেতাজীর মুখ ভেসে আসে,
সর্বপ্রথম নামে,
জানুয়ারী বেশ পছন্দের ,
দুজন মহাপুরুষ জন্মেছিলেন বলে,
জানুয়ারী খুব মনে ধরে ,
বিবেকানন্দে শুরু আর নেতাজী থেকে
প্রজাতন্ত্র দিবসে গিয়ে সমাপ্তি ঘটে ।
✍️ পায়েল দাস
©পায়েল দাস
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here