পরিণত বয়স বড়ই একান্তে থাকতে পছন্দ করে...
#experience
6 Love
মন খারাপ বা বিষণ্ণতা নয়,
চুপ নিশ্চুপ কিছু থেমে থাকা।
অজুহাত নয় তবে কিঞ্চিৎ অনুরাগ বুঝি,
শব্দ নাকি নীরবতা?
"কি লিখছিস এসব?"
রাহুল হঠাৎ ঘরে ঢুকে প্রশ্ন করে স্নিতাকে
"কেন ? একরকম অনুভূতির কিছু এলোমেলো শব্দ"
স্নিতার উত্তরে রাহুল হঠাৎ চুপ করে যায়।
গোটা রাত জেগে কাটায় দু-জন মানুষ
শুধু অনুভূতি ছুঁয়ে থাকে, শব্দরা নিশ্চুপ।।
রাত পোহালে সকাল হবে
সকাল পেরিয়ে দুপুর আর দুপুর পেরিয়ে সন্ধে!
আর এই আলো - আঁধারির ওঠাপড়ায় লুকিয়ে থাকবে
বেঁচে থাকার গল্পেরা।
স্বপ্নেরা যেখানে থমকে , ঠিক সেখান থেকেই শুরু হবে
আরও একবার নতুন পথচলা
নতুন উদ্যম , নতুন করে ফিরে পাওয়া
অগণিত পুরোনো অভ্যাসের চালচিত্র।
আসবে , ঠিক আসবে এক আগামীর সূর্যতোরণ অধিগ্রহণ!!
Continue with Social Accounts
Facebook Googleor already have account Login Here