১ আমাকে বন্য বলো না আমাকে বন্য বলো না ঠোঁটে ঠোঁট | বাংলা Love

"১ আমাকে বন্য বলো না আমাকে বন্য বলো না ঠোঁটে ঠোঁট লেগে গেলে চোখ বুঝে ফেলো শব্দ করো না । আমাকে বন্য বলো না আমাকে বন্য বলো না ২ ঝিরঝিরে শিলা গুলো ভয়ে ছোট ছোট ক্ষত করে গায়ে । ব্যান্ডেড গায়ে তুমি জাপটে জড়িয়ে মিছে কেঁদো না । আমাকে বন্য বলো না ! আমাকে বন্য বলো না ! আমার পকেট ধুলো বালি হাওয়াই মিঠাই খাই । তেতো রাতে চাদর গুলো চিনি তে মিশাই । আমি যদি হতাম প্যাঁচা রাতে দিতাম দিন । এই আদরে শহরজুড়ে বন্য যত ঋণ শোধ দিতাম ! ফিরিয়ে নিতাম ! শোধ দিতাম ! ৩ ডিং ডং বেল বাজে ভরে চা যায় বেডশিটে পড়ে । সেই দাগ ধুয়ে , নতুন চাদর ছাদে মেলো না । আমাকে বন্য বলো না! আমাকে বন্য বলো না! তোমার সাথে হলুদ শাড়ি ম্যাচিং করে টিপ । সবাই দেখে তোমার হাসি ভেজা ঠোঁটের সিপ । তোমার জন্যে রাখা থাকে গায়ে ঢলা দিন । এই আদরে শহরজুড়ে বন্য যত ঋণ শোধ দিতাম ! ফিরিয়ে নিতাম ! শোধ দিতাম ! ©Satanik Sil"

 ১
আমাকে বন্য বলো না 
আমাকে বন্য বলো না
ঠোঁটে ঠোঁট লেগে গেলে
চোখ বুঝে ফেলো
শব্দ করো না ।
আমাকে বন্য বলো না 
আমাকে বন্য বলো না
২
ঝিরঝিরে শিলা গুলো ভয়ে
ছোট ছোট ক্ষত করে গায়ে ।
ব্যান্ডেড গায়ে তুমি জাপটে জড়িয়ে
মিছে কেঁদো না ।
আমাকে বন্য বলো না !
আমাকে বন্য বলো না !
আমার পকেট ধুলো বালি 
হাওয়াই মিঠাই খাই ।
তেতো রাতে চাদর গুলো
চিনি তে মিশাই ।

আমি যদি হতাম প্যাঁচা 
রাতে দিতাম দিন ।
এই আদরে শহরজুড়ে 
বন্য যত ঋণ
শোধ দিতাম !
ফিরিয়ে নিতাম !
শোধ দিতাম ! 
৩
ডিং ডং বেল বাজে ভরে
চা যায় বেডশিটে পড়ে ।
সেই দাগ ধুয়ে , নতুন চাদর 
ছাদে মেলো না ।
আমাকে বন্য বলো না!
আমাকে বন্য বলো না!
তোমার সাথে হলুদ শাড়ি 
ম্যাচিং করে টিপ ।
সবাই দেখে তোমার হাসি
ভেজা ঠোঁটের সিপ ।

তোমার জন্যে রাখা থাকে 
গায়ে ঢলা দিন ।
এই আদরে শহরজুড়ে
বন্য যত ঋণ
শোধ দিতাম !
ফিরিয়ে নিতাম !
শোধ দিতাম !

©Satanik Sil

১ আমাকে বন্য বলো না আমাকে বন্য বলো না ঠোঁটে ঠোঁট লেগে গেলে চোখ বুঝে ফেলো শব্দ করো না । আমাকে বন্য বলো না আমাকে বন্য বলো না ২ ঝিরঝিরে শিলা গুলো ভয়ে ছোট ছোট ক্ষত করে গায়ে । ব্যান্ডেড গায়ে তুমি জাপটে জড়িয়ে মিছে কেঁদো না । আমাকে বন্য বলো না ! আমাকে বন্য বলো না ! আমার পকেট ধুলো বালি হাওয়াই মিঠাই খাই । তেতো রাতে চাদর গুলো চিনি তে মিশাই । আমি যদি হতাম প্যাঁচা রাতে দিতাম দিন । এই আদরে শহরজুড়ে বন্য যত ঋণ শোধ দিতাম ! ফিরিয়ে নিতাম ! শোধ দিতাম ! ৩ ডিং ডং বেল বাজে ভরে চা যায় বেডশিটে পড়ে । সেই দাগ ধুয়ে , নতুন চাদর ছাদে মেলো না । আমাকে বন্য বলো না! আমাকে বন্য বলো না! তোমার সাথে হলুদ শাড়ি ম্যাচিং করে টিপ । সবাই দেখে তোমার হাসি ভেজা ঠোঁটের সিপ । তোমার জন্যে রাখা থাকে গায়ে ঢলা দিন । এই আদরে শহরজুড়ে বন্য যত ঋণ শোধ দিতাম ! ফিরিয়ে নিতাম ! শোধ দিতাম ! ©Satanik Sil

আমাকে বন্য বলো না
#Alive

People who shared love close

More like this

Trending Topic