White প্রেম মানে কি? চোখের সাথে চোখের মিলনে, মুখের | বাংলা Poetry

"White প্রেম মানে কি? চোখের সাথে চোখের মিলনে, মুখের মিষ্টি হাসি। নাকি মনের মধ্যে জেগে ওঠা ওই, চিন্তা রাশি রাশি। প্রেম মানে কি, সাগরের সেই গভীরতর জল । নাকি ভোরের শেষে, দিঘি ভর্তি প্রস্ফুটিত শতদল। প্রেম মানে কি , চোখের ইশারায় বোঝানো সব কথা। নাকি মনের মধ্যে আবেগ ভরা, রঙিন তরুলতা। প্রেম মানে কি, নিজের লেখা অজস্র সব চিঠি। নাকি মনের মধ্যে জমে থাকা সেই , অনুভূতির প্রতিলিপি। ©Arundhuti Biswas"

 White প্রেম মানে কি?
চোখের সাথে চোখের মিলনে,
মুখের মিষ্টি হাসি।
নাকি মনের মধ্যে জেগে ওঠা ওই,
চিন্তা রাশি রাশি।

প্রেম মানে কি,
সাগরের সেই গভীরতর জল ।
নাকি ভোরের শেষে,
দিঘি ভর্তি প্রস্ফুটিত শতদল।

প্রেম মানে কি ,
চোখের ইশারায় বোঝানো সব কথা।
নাকি মনের মধ্যে আবেগ ভরা,
রঙিন তরুলতা।

প্রেম মানে কি,
নিজের লেখা অজস্র সব চিঠি।
নাকি মনের মধ্যে জমে থাকা সেই ,
অনুভূতির প্রতিলিপি।

©Arundhuti Biswas

White প্রেম মানে কি? চোখের সাথে চোখের মিলনে, মুখের মিষ্টি হাসি। নাকি মনের মধ্যে জেগে ওঠা ওই, চিন্তা রাশি রাশি। প্রেম মানে কি, সাগরের সেই গভীরতর জল । নাকি ভোরের শেষে, দিঘি ভর্তি প্রস্ফুটিত শতদল। প্রেম মানে কি , চোখের ইশারায় বোঝানো সব কথা। নাকি মনের মধ্যে আবেগ ভরা, রঙিন তরুলতা। প্রেম মানে কি, নিজের লেখা অজস্র সব চিঠি। নাকি মনের মধ্যে জমে থাকা সেই , অনুভূতির প্রতিলিপি। ©Arundhuti Biswas

#love_shayari

People who shared love close

More like this

Trending Topic