White সব কিছু আজ যাচ্ছে দূরে
মিলিয়ে মিশিয়ে অন্য সুরে
তোর ওই মুখের হাসি
জানান দিছে অন্য কিছু
তোর ওই স্মৃতি করতে পিছু
স্বপ্নে ভালোই আছি
স্তব্ধ সকাল পুঁজি করে
তোর ওই চোখের হাত টা ধরে
অর্ধ ঘুমিয়ে আমি
যতই আমার হাত ধরিস
আমায় নিজের আপন করিস
মায়া নিম্নগামী
জানতে কি চাস কেমন বাঁচি
নেই বা খারাপ ভালোই আছি
সেটাই ক জন জানে
সবাই শুধু বাঁচতে বলে।।।
কাটাও জীবন খুশির ছলে
সেটা কি আর মানি??
যেমন ভাবি তেমন হয় না।।
নিজের কথা নিজের সয়না
রাগতে কি যায় আসে।।
এমন মানুষ হতে চাই না।।
পেতে ধরবো তোকে বায়না
যেথায় তোর ওই আবেগ দিয়ে
অন্য গন্ধ আসে
©SUBHOTHEPOET
আবেগ