বুঝলে অপরাজিতা! দিন দিন তোমাকে হারিয়ে ফেলার ভয়, ক্ | বাংলা Video

"বুঝলে অপরাজিতা! দিন দিন তোমাকে হারিয়ে ফেলার ভয়, ক্যান্সার এর মত আমার মধ্যে বিস্তার লাভ করছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসে, এক অজানা জ্বর রোজ নির্ঘুম রাতের কারণ হয়ে দাঁড়ায়। এই বুঝি তুমি না থাকার একাকীত্বতা আমাকে পুরোপুরি ভাবে গ্রাস করে ফেলে! 🍂🥀 ©MALAY GIRI "

বুঝলে অপরাজিতা! দিন দিন তোমাকে হারিয়ে ফেলার ভয়, ক্যান্সার এর মত আমার মধ্যে বিস্তার লাভ করছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসে, এক অজানা জ্বর রোজ নির্ঘুম রাতের কারণ হয়ে দাঁড়ায়। এই বুঝি তুমি না থাকার একাকীত্বতা আমাকে পুরোপুরি ভাবে গ্রাস করে ফেলে! 🍂🥀 ©MALAY GIRI

#akela #Bangla #বাংলালেখা #Love #brockenheart

People who shared love close

More like this

Trending Topic