White নাতির ঘুম আসেনা কেন?
স্বপন দেওয়ানজী।
বাঘ আসছে ভূত আসছে
নাতি তুমি ঘুমাও,
সারা রাত যে বয়ে যায়
এবার কান্না তোমার থামাও।
নাতি বলে তোমার ভূত বাঘেরা
অনেক ভদ্র,আর না লাগে ভয়,
এমন কিছু বলো তুমি
যার ভয়ে চোখ বন্ধ হয়।
দাদু বলেন ঘুম পাড়াতে
এবার কাকে আমি ডাকি
দিদা বলেন পাড়ার লালটুদাকে
এবার ডেকে আনবো নাকি?
খুন জখম এর জুড়ি নেই
ভয় দেখাবার হিরো,
এলে তুমি এক মিনিটে
হয়ে যাবে জিরো।
আর বোলো না ওগো দিদা
এবার ভয়ে ঘুম আসছে,
চোখের সামনে লালটু দাদার
মুখখানা ভাসছে।
©Swapan Dewanji
#sad_shayari নাতির ঘুম আসে না কেন ?